প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা

আগের সংবাদ

গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়নি : অনিশ্চয়তায় ২১ হাজার শিক্ষার্থী

পরের সংবাদ

এ মাসে মুক্তি পাচ্ছে তিন সিনেমা

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : ২০২৩ সালের প্রথম সপ্তাহে কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। দ্বিতীয় সপ্তাহে (১৩ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’র সিকুয়েল ‘ব্ল্যাক ওয়ার’।
শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ২০ জানুয়ারি মুক্তি পাবে। এছাড়া গণঅর্থায়নে নির্মিত সিনেমা ‘সাঁতাও’ ২৭ জানুয়ারি মুক্তির কথা রয়েছে। ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি দিয়ে এক বছর পর বড় পর্দায় ফিরছেন অভিনেতা আরিফিন শুভ। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে পাওয়া যাবে তাকে। অ্যাকশনধর্মী সিনেমাটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল মাহমুদ। এতে আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, হাসান ইমাম, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, দিলারা জামান, ইরেশ যাকের, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দসহ অনেকে। আলোচিত চিত্রনায়িকা পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ২০ জানুয়ারি মুক্তি পাবে। শিশুতোষ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নির্মাতা আবু রায়হান জুয়েল। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এই সিনেমায় পরীর সঙ্গে সিয়াম আহমেদ অভিনয় করেছেন। সরকারি অনুদানের সিনেমাটির চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। এদিকে, জানুয়ারির শেষ সপ্তাহে মুক্তি পাবে গণ-অর্থায়নে নির্মিত সিনেমা ‘সাঁতাও’। ২৭ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। বাংলাদেশের উত্তরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার অনেকটাজুড়ে নদী আর কৃষিকাজ। তিস্তার তীরের মানুষের কথা তুলে ধরে সিনেমাটি নির্মাণ করেছেন খন্দকার সুমন। এ সিনেমায় অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক, আব্দুল্লাহ সেন্টুসহ অনেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়