ইউনেসকোর প্রতিবেদন : দেশে শিক্ষা ব্যয়ের ৭১ ভাগ বহন করে পরিবার

আগের সংবাদ

তীব্র শীতে জবুথবু জনজীবন

পরের সংবাদ

গণঅবস্থান কর্মসূচি : বিএনপি নেতাদের দায়িত্ব বণ্টন

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। গণঅবস্থান কর্মসূচিতে কে কোন সাংগঠনিক বিভাগের দায়িত্বে তা নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুমিল্লা বিভাগের দলনেতা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সমন্বয়কারী সাংগঠনিক সম্পাদক, সমন্বয় সহযোগী, সহসাংগঠনিক সম্পাদক, সদস্য ওই বিভাগের অধিবাসী জাতীয় নির্বাহী কমিটির নেতারা, সাবেক এমপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিব জেলা, মহানগর বিএনপির সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিব, ১ম যুগ্ম আহ্বায়ক।
এছাড়া চট্টগ্রাম বিভাগের দলনেতা বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ঢাকা বিভাগের দলনেতা ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ময়মনসিংহ বিভাগে দলনেতা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। খুলনা বিভাগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রাজশাহী বিভাগে চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, ফরিদপুর বিভাগে যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, সিলেট বিভাগে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল বিভাগে যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী-খান সোহেল, রংপুর বিভাগে যুগ্ম মহাসচিব হারুন অর-রশিদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়