ঢাকা বিশ্ববিদ্যালয় : কলা অনুষদ ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৮৬ শিক্ষার্থী

আগের সংবাদ

উৎসবে মিলবে না সব বই

পরের সংবাদ

এমপি হতে চান মাহি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : রাজনীতিতে সক্রিয় হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য হতে চান তিনি। এ জন্য দলটির প্রার্থী হতে মনোনয়ন ফরম নিচ্ছেন। গতকাল বিকালে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে গিয়ে ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের জন্য মনোনয়ন কিনবেন বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকাই ছবির এই নায়িকা। মাহি জানান, ‘শুরুতে চেয়েছিলাম আমার স্বামী রাকিব সরকার ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোক। কিন্তু সে করছে না, তাই আমি অংশ নিতে চাচ্ছি। পরশু মনোয়ন ফরম কিনব।’ সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। দুই বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। মাহিয়া মাহির স্বামী রাকিব সরকারও রাজনীতির সঙ্গে জড়িত। মাহির স্বামী গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য। মূলত স্বামীর মাধ্যমে রাজনীতির ময়দানে পা রাখেন এই অভিনেত্রী। মাহিয়া মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। উপনির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে তিনি ওই এলাকায় গণসংযোগও শুরু করেছেন। মঙ্গলবার রাতে মাহিয়া মাহি একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন। যেখানে তাকে এমপি পদে দেখতে চাওয়ার জন্য আহ্বানমূলক বার্তা রয়েছে। মাহির পোস্টকৃত ওই পোস্টারে লেখা রয়েছে ‘মাহিয়া মাহি সরকারকে এমপি হিসেবে দেখতে চাই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়