আশুলিয়ার দুই গ্রামে বেড়েছে চুরি

আগের সংবাদ

উন্নয়নের মুকুটে নতুন পালক

পরের সংবাদ

বিজয়ের ভোর

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আঁধারের রাত শেষে খুলে যায় দোর,
আলো নিয়ে আসে দেশে বিজয়ের ভোর।
মায়ামাখা সে আলোয় ভরে যায় বুক,
অবশেষে ফিরে পাই কাক্সিক্ষত সুখ।

বিশ্বাস ছিল পাব আলোর প্রভাত,
রাইফেল হাতে নিয়ে ছুটে চলা রাত
ভাসে মনে সাথী ছিল গাঁয়ের কৃষান
কত ত্যাগে পেয়েছি এ বিজয় নিশান।

কত বাধা পারাবার কেটেছি সাঁতার,
ধারণাও দিতে ঠিক পারব না তার!
হানাদার দল লোভী বড় নিষ্ঠুর,
কেড়ে নিতে চেয়েছিল পাখিদের সুর।

গোলাপের সৌরভ, বুলেট বোমায়!
মুক্তিযোদ্ধা বুকে সাহস জমাই!
হানাদার ঘাঁটি করি নয় মাসে ক্ষয়,
অবশেষে হয় প্রাণ পতাকার জয়।
শান্তির বারতায় কেটে যায় ঘোর,
সুখ ছবি আঁকে মনে বিজয়ের ভোর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়