ঢাকা মহানগর আ.লীগ : দক্ষিণে সমাবেশ উত্তরে বিক্ষোভ আজ

আগের সংবাদ

১০ দাবিতে যুগপৎ আন্দোলন : ঢাকার গণসমাবেশ থেকে বিএনপির ঘোষণা > ২৪ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিলের কর্মসূচি

পরের সংবাদ

গল্পটা বাবা ছেলের

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মহাগুরু মিঠুন চক্রবর্তী ও অভিনেতা দেব এবার হাজির হচ্ছেন বাবা-ছেলের সম্পর্কের গল্প নিয়ে। তাদের ‘প্রজাপতি’ ছবির প্রথম গান ‘তুমি আমার হিরো’ প্রকাশ পেয়েছে সম্প্রতি। বাবা ও ছেলের খুনসুটি, রাগ-অভিমান, ভালোবাসা-আদর, স্নেহের পরশ মাখা এই গান দর্শকদের মন ভরাবেই। মিঠুন চক্রবর্তী ও দেব একসঙ্গে এক পর্দায়। বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করবেন দুই তারকা। মুক্তির অপেক্ষায় ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’-এর নতুন ছবি ‘প্রজাপতি’। ছবির ‘তুই আমার হিরো’ গানে কণ্ঠ দিয়েছেন অনুপম রায়। গানটি লিখেছেনও তিনি। অতনু রায়চৌধুরীর নির্দেশনায় এই ছবি তৈরি হয়েছে। বাবার সঙ্গে ছেলের খুনসুটি, অসুস্থ-বৃদ্ধ বাবাকে ছেলের চোখে চোখে রাখা থেকে ছেলের বিধিনিষেধের বেড়াজাল ডেঙানোর চেষ্টা বাবার, গানজুড়ে বাবা ও ছেলের মিষ্টি সম্পর্কের গল্প উঠে আসছে। তাতে অনবদ্য দেব ও মিঠুন চক্রবর্তী। ছবিতে ইভেন্ট প্ল্যানারের চরিত্রে দেখা যাবে দেবকে। অন্যদের বিয়ের সমস্ত দায়িত্ব নিয়ে থাকেন যিনি, তার নিজের বিয়েতে কোনো আগ্রহ নেই। এদিকে ছেলের বিয়ে দিয়ে তাকে সংসারী করতে উদ্যোগী বাবা। তাতে থোড়াই কেয়ার! ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মমতা শঙ্কর, শ্বেতা ভট্টাচার্য, কৌশানী মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়কে। ‘মৃগয়া’ ছবির দীর্ঘদিন পরে একসঙ্গে পর্দা ভাগ করে নেবেন মিঠুন ও মমতা শঙ্কর।
:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়