স্থায়ী কমিটি : স্টেডিয়ামে নারীদের খেলার পরিবেশ নিশ্চিতের সুপারিশ

আগের সংবাদ

দফায় দফায় বাড়ছে ওষুধের দাম : দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ক্যাবের, দাম বাড়লে সাধারণ মানুষ রোগে ভুগে মারা যাবে

পরের সংবাদ

তোমরা আমায় শ্বাসরোধ করে মারো

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

গুজবের মতো বিশাল বেগে আকাশ আসছে নেমে
ধুলোর মতো উড়ছে আমার পায়ের নিচের মাটি
দাঁড়ানোর মতো জায়গা কোথাও নাই
পচন ধরেছে দেয়ালে আমার, পচন ধরেছে ছাদে
পেছনে আমি সরতে সরতে এখন পড়েছি খাদে
সকলেই পাশে তবুও একা, সাহায্য নেই কারো
এই কারণে তোমরা আমায় শ্বাসরোধ করে মারো।

দুঠোঁট আমি আলাদা করেছি, বলবো দু’এক কথা
তখনই তোমরা লাঠিসোটা নিয়ে তৈরি
যখনই আমি ওড়াবো ন্যায্য ঘুড়ি
মেঘ জমে যায়, সবকিছু হয় বৈরী।

তোমরা আমার ছাতা কেড়ে নাও যখন আকাশে মেঘ
ছড়িয়ে থাকা সুবাস নিতেই সুবাস ফুরিয়ে ছাড়ো
তোমরা আমার পা পুঁতে দাও যখন ধুলিতে হাঁটি
আর কতো কী! এসব ছেড়ে শ্বাসরোধ করে মারো।

আমি যখন নিঃশ্বাস নিই, বাতাসে মেশাও বিষ
নদীতে যখন সাঁতরে বেড়াই, পানিতে কুমির ছাড়ো
আমার চোখের পাতায় তুমি পাথর ঝুলিয়ে দিছো
তুমি বরং এসব ছেড়ে শ্বাসরোধ করে মারো।

হাত-পা-চোখ, মুখের দেয়ালে আগেই দিয়েছো তালা
আমার নাকে শেষ তালা দাও, শেষ হয়ে যাক বালা।
তালা দিয়ে দেয়া কণ্ঠ তোমার শঙ্কা বাড়াবে আরো
তাই এখনই তোমরা আমায় শ্বাসরোধ করে মারো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়