মৃত্যুবার্ষিকী আজ : সাবেক মেয়র হানিফ স্মরণে নানা কর্মসূচি

আগের সংবাদ

সমাবেশ ঘিরে দুপক্ষের হুঙ্কার : বিএনপি নেতাদের বক্তৃতায় প্রচ্ছন্ন হুমকি > ছাড় না দেয়ার ঘোষণা আওয়ামী লীগ নেতাদের

পরের সংবাদ

বারি উদ্ভাবিত তিল উৎপাদন প্রযুক্তির ওপর মাঠ দিবস

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর সরজমিন গবেষণা বিভাগ, ময়মনসিংহ এর আয়োজনে ‘বারি উদ্ভাবিত উন্নত জাতের তিল ফসলের উৎপাদনশীলতা ও উৎপাদন প্রযুক্তি’ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠান গত শুক্রবার ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। ‘তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বারি অংগ)’ এর অর্থায়নে আয়োজিত এ মাঠ দিবসে প্রায় ১০০ জন কৃষক অংশ নেন। বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারপ্রধান অতিথি হিসেবে এ মাঠ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন। বারি’র আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, জামালপুর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র বীজ প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, সরেজমিন গবেষণা বিভাগ, ময়মনসিংহের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান এবং ত্রিশাল উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারির তৈলবীজ গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. ফেরদৌসী বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরেজমিন গবেষণা বিভাগ, ময়মনসিংহ এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. এমরাউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, বর্তমানে দেশের মোট চাহিদার প্রায় ৮৮ শতাংশ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আগামী তিন বছরের মধ্যে দেশের মোট চাহিদার ৪০ শতাংশ তেল দেশেই উৎপাদন করতে চাই। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়