মৃত্যুবার্ষিকী আজ : সাবেক মেয়র হানিফ স্মরণে নানা কর্মসূচি

আগের সংবাদ

সমাবেশ ঘিরে দুপক্ষের হুঙ্কার : বিএনপি নেতাদের বক্তৃতায় প্রচ্ছন্ন হুমকি > ছাড় না দেয়ার ঘোষণা আওয়ামী লীগ নেতাদের

পরের সংবাদ

জেলা পরিষদ নির্বাচন : নোয়াখালীতে জয়ী হলেন যারা

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু। তবে গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের ভোটে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হন- ২ নম্বর ওয়ার্ডে মাহফুজুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে মো. সাইফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে মো. জহিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে এইচ এম শওকত রেজা চৌধুরী আরমান, ৬ নম্বর ওয়ার্ডে মনজুরুল ইসলাম চৌধুরী মোহন ৭ নম্বর ওয়ার্ডে মো. মনিরুজ্জামান মনির, ৮ নম্বর ওয়ার্ডে মো. আতিক উল্যাহ সুজন। সংরক্ষিত সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে ইসরাত জাহান, ২ নম্বর ওয়ার্ডে আয়েশা আক্তার, ৩ নম্বর ওয়ার্ডে ইয়াসমিন আরা বেগম। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালীতে জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ ইতোমধ্যে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে মহি উদ্দিন। 

এ কারণে শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার নয়টি উপজেলা ও আটটি পৌরসভার ১৩০৬ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত করেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নৌকার প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু নির্বাচিত হন। এছাড়া ১ নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে মহি উদ্দিন সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় বেসরকারিভাবে নির্বাচিত হন। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়