মোজাম্মেল-প্রণয় সাক্ষাৎ : কলকাতার থিয়েটার রোডের সেই বাড়িটি চেয়েছে বাংলাদেশ

আগের সংবাদ

কাদের সঙ্গে ডায়লগ করব? মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রশ্ন

পরের সংবাদ

স্বপ্ন দেখেন সম্রাট

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সিনেমা, ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শাজাহান সম্রাট। করেছেন ‘লাল মোরগের ঝুঁটি’, ‘সদরঘাটের টাইগার’, ‘টু ম্যাডম্যান’র মতো কাজ। সম্প্রতি কাজ করলেন ‘হইচই’ এ অমিতাভ রেজা চৌধুরীর ‘বোধ’ ওয়েবসিরিজে। ‘বোধ’র অভিজ্ঞতা নিয়ে অভিনেতা জানান, নির্মাতার কাজের ধরন বেশ গোছানো ও সুশৃঙ্খল। একজন শিল্পী হিসেবে এমন একটা ইউনিট যে কেউই চাইবেন। সিরিজে একজন গোয়েন্দার চরিত্রে দেখা যায় তাকে। এমন একটা কাজের জন্যই যেন মুখিয়ে ছিলেন সম্রাট। যা তাকে শুধু দেশে নয়, দেশের বাইরেও আলাদা খ্যাতি এনে দিয়েছে। ট্রেলার প্রকাশের পর সম্রাট কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে গেলে সেখানে কলকাতার দর্শকদের ভালোবাসায়ও সিক্ত হয়েছেন। এর মধ্যে সম্রাট রাশিদ পলাশের ‘রঙবাজার’ সিনেমার কাজ করলেন। ‘রঙবাজার’ নিয়ে অভিনেতা বলেন, ‘শুটিংয়ের ৯০ ভাগ কাজ শেষ, ডাবিং আর এক-দুদিনের শুটিং বাকি আছে।’ তাকে দেখা যাবে পতিতালয়ে জন্ম নেয়া একজন শিশুর চরিত্রে। যে পরবর্তীতে বড় হয়ে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়। কিন্তু পতিতালয়ের শিশু জানার পর সমাজের সবাই মুখ ফিরিয়ে নেয় এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রেই দেখা যাবে সম্রাটকে। যৌনপল্লীতে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে অভিনেতা বলেন, ‘আমরা যৌনপল্লীর পাশে ডাকবাংলোয় থেকেছি, শুটিং করেছি। ১০ দিন থেকে মনে হয়েছে আমাদের কথিত ভদ্রপল্লীর চেয়ে সেখানকার মানুষ অনেক বেশি ভদ্র, মার্জিত, সভ্য। তাদের মুখে লেগে থাকা অকৃত্রিম হাসি, আতিথেয়তা আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে।’ ‘রঙবাজার’ সিনেমায় একঝাঁক তারকার মাঝে কাজ নিয়ে সম্রাটের ভাষ্য, আমাদের যারা অভিনেত্রী আছেন তারা প্রত্যেকেই যোদ্ধা। যারা সব কষ্ট সয়ে কাজটুকু করে যাচ্ছেন। আমি একদল যোদ্ধার সঙ্গে কাজ করে এসেছি। ফজলুল কবীর তুহিনের ‘বিলডাকিনী’ সিনেমায়ও দেখা মিলবে সম্রাটের। এ সিনেমা প্রসঙ্গে অভিনেতা জানান, শুটিং শেষ এক বছর আগেই, শুধু কয়েকটি দৃশ্য বাকি। ডিসেম্বরে পার্নো মিত্র ঢাকায় আসলে ডাবিং শুরু হবে। এখানে একজন সরল কৃষকের চরিত্রে দেখা যাবে তাকে। মঞ্চ থেকে অভিনয় শুরু সম্রাটের। সেসময় তার অনেক বন্ধু সিনেমাকে পড়ার বিষয় হিসেবে বেছে নিলেও সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে থিয়েটারকেই আঁতুড় ঘর মনে করেন সম্রাট। নাট্যদল ‘পালাকার’র সঙ্গে থিতু হওয়া সম্রাট অভিনেতা হতে চেয়েছিলেন কিনা জানতে চাইলে বলেন, ‘আমি আসলে শিল্পী হতে চেয়েছিলাম সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন।’ চরিত্র বাছাইয়ে গল্প, চরিত্র, নির্মাতা তিনটি বিষয়কে গুরুত্ব দেন সম্রাট। অভিনয়ের পাশাপাশি নির্দেশনার ইচ্ছা আছে কি না জানতে চাইলে অভিনেতা বলেন, ‘আমরা যারা থিয়েটার করেছি নির্দেশনা সেখানে রাফখাতার গল্প। সিনেমা বানাব এ স্বপ্ন সব সময়ের।’ দেশের সিনেমা শিল্পকে আন্তর্জাতিকভাবে সেরা হিসেবে দেখার স্বপ্ন বোনেন সম্রাট। ভালো চরিত্র পেলে পছন্দসই জায়গায় পৌঁছে দিতে পারবেন এমন বিশ্বাস রাখেন সম্রাট।

:: আর এস সৈকত

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়