মোজাম্মেল-প্রণয় সাক্ষাৎ : কলকাতার থিয়েটার রোডের সেই বাড়িটি চেয়েছে বাংলাদেশ

আগের সংবাদ

কাদের সঙ্গে ডায়লগ করব? মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রশ্ন

পরের সংবাদ

শিবগঞ্জ : ‘মৃত’ থেকে ‘জীবিত’ হয়েছেন শতাধিক ভোটার

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : শিবগঞ্জে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাগ্রহণে মৃত থেকে জীবিত হয়েছেন শতাধিক ভোটার। এতে তাদের সেবাগ্রহণে কমেছে ভোগান্তি। একই সঙ্গে সেবাগ্রহণের শ্রেণিবিন্যাস করার ফলে সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস বলছে, স্বল্প জনবল দিয়ে উপজেলার প্রায় ৪ লাখ সাড়ে ২১ হাজার নাগরিকের সেবা প্রদান করা হচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান জানান, ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষের ভোটার হালনাগাদ করা হচ্ছে। ৫৭০ জনকে স্থানান্তর, সংশোধন ৩৬৩ ও ‘মৃত’ থেকে ‘জীবিত’ ভোটার হয়েছেন শতাধিক ব্যক্তি।
প্রতিদিন ডিজিটাল এনআইডি দেয়া হচ্ছে ২০-৩০ জনকে। ঘুষ, বাণিজ্য ও দালালের দৌরাত্ম্য বন্ধ করা হয়েছে। মানবিক ও আন্তরিকতার সঙ্গে প্রত্যেক সেবাগ্রহীতাকে বিধিমোতাবেক সহযোগিতা ও সেবা প্রদান করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়