রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় যাবজ্জীবন

আগের সংবাদ

নৌকায় ভোট দেবেন, ওয়াদা চাই : যশোরের জনসমুদ্রে শেখ হাসিনা, বিএনপির কাজই গুজব ছড়ানো, রিজার্ভের কোনো সমস্যা নেই

পরের সংবাদ

হিলিতে বেড়েছে ভুট্টা আমদানি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশের বাজারে ভালো চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আগের তুলনায় বেড়েছে ভুট্টা আমদানি। কিন্তু আমদানি বাড়লেও বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম। এ কারণে পণ্যটির দাম বাড়ছে।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর বন্দর দিয়ে ১৩টি ট্রাকে ৫০৮ টন ভুট্টা আমদানি হয়েছে। অক্টোবরে ১৮৮টি ট্রাকে ৭ হাজার ৬৮৮ টন আমদানি হয়েছে। এক মাসের ব্যবধানে আমদানি ব্যাপক বেড়েছে। এছাড়া বন্দর দিয়ে চলতি মাসের প্রথমার্ধে ২৩৬টি ট্রাকে ৯ হাজার ৭৪২ টন ভুট্টা আমদানি হয়েছে। যেখানে গত বছরের সেপ্টেম্বরে ২৯টি ট্রাকে ১ হাজার ২২৪ টন ভুট্টা আমদানি হয়েছিল। এছাড়া অক্টোবরে ৫৯টি ট্রাকে ২ হাজার ৫৩২ টন ভুট্টা আমদানি হয়েছিল।
হিলি স্থলবন্দরে ভুট্টার ক্রেতারা বলেন- তিন-চার মাস আগে ভুট্টার দাম ছিল কেজিপ্রতি ৩০-৩২ টাকা। বর্তমানে তা ৩৭-৩৮ টাকায় ঠেকেছে। দাম বাড়ার কারণে মুরগির খাদ্য উৎপাদন করতে বাড়তি খরচ হচ্ছে। হিলি স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে ভুট্টা সরবরাহকারী ব্যবসায়ীরা জানান- হিলি স্থলবন্দর থেকে ভুট্টা কিনে দেশের বিভিন্ন স্থানে ফিড মিলগুলোয় সরবরাহ করি। কিন্তু বর্তমানে মিলগুলোয় চাহিদা থাকলেও দাম বাড়তি। ফলে তারা ভুট্টা কিনছেন না। আগে প্রতিদিন মিলগুলোয় ৫-৭ ট্রাক ভুট্টা পাঠাতাম। বর্তমানে এক-দুই ট্রাক ভুট্টা পাঠানোই মুশকিল হয়ে পড়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে ভুট্টা আমদানি আগের তুলনায় দ্বিগুণ বেড়েছে। বন্দর দিয়ে আগে ৫-১০ ট্রাক করে ভুট্টা আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ২৫-৩০ ট্রাকে উন্নীত হয়েছে।
বন্দর দিয়ে ভুট্টা আমদানি বাড়ার ফলে সরকারের রাজস্ব আহরণ বাড়ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়