হাতিরঝিল লেক থেকে যুবকের লাশ উদ্ধার

আগের সংবাদ

এলসি-এনডোর্সমেন্টে বিড়ম্বনা : ডলার সংকটে মূলধনি যন্ত্রপাতি-কাঁচামাল আমদানি ব্যাহত > বিদেশ যাত্রায় বিপাকে সাধারণ মানুষ

পরের সংবাদ

ইপিজেডে আরো জাপানি ও ইতালীয় বিনিয়োগ চায় বেপজা

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বেপজা জাপান ও ইতালি হতে আরো বিনিয়োগের আহ্বান করেছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ জাপান ও ইতালির রাষ্ট্রদূতকে অনুরোধ জানান যেন আরো জাপানি ও ইতালিয় বিনিয়োগকারী তাদের বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাদেশের ইপিজেডসমূহকে বেছে নেন।
বেপজা উন্নয়নের অংশীদারত্বে বিশ্বাস করে। আমরা আশা করি, বেপজায় বিনিয়োগকারীর তালিকায় জাপানি ও ইতালীয় শিল্প প্রতিষ্ঠান যুক্ত হবে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং ইতালীর রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা গত ১২ নভেম্বর উত্তরা ইপিজেড সফরকালে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এ আহ্বান জানান। মি. ইতো নাওকি বলেন, ইপিজেডে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বেপজা থেকে দ্রুত সব ধরনের সেবা ও সুযোগ সুবিধা পাওয়ায় জাপানি বিনিয়োগকারীরা বেপজা সম্বন্ধে খুবই ইতিবাচক ধারণা পোষণ করে। ইপিজেডে চমৎকার কাজের পরিবেশ তৈরির জন্য রাষ্ট্রদূত বেপজার প্রশংসা করেন। জাপানি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা ও সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রদূত বেপজাকে ধন্যবাদ জানান। মি. মাসুদ বিন মোমেন জাতীয় রপ্তানিতে উল্লেখযোগ্য অবদানের জন্য বেপজার প্রশংসা করেন। বাংলাদেশে একটি উদার বিনিয়োগ নীতি বিদ্যমান রয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণীয় প্রণোদনা প্রদান করে উল্লেখপূর্বক তিনি রাষ্ট্রদূতগণের প্রতি বাংলাদেশে আরো বিনিয়োগ আনয়নে কাজ করতে আহ্বান জানান। পরবর্তীতে প্রতিনিধি দলটি উত্তরা ইপিজেডের চারটি কারখানা ঘুরে দেখেন- এগুলো হলো এভারগ্রিন প্রোডাক্টস ফেক্টরি (বিডি) লিমিটেড, সনিক (বাংলাদেশ) লিমিটেড, মাজেন (বাংলাদেশ) ইন্ডাসট্রিজ লিমিটেড ও সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড। তারা কারখানাগুলোর উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং কারখানাসমূহের কর্মপরিবেশ ও বৈচিত্র্যময় পণ্য দেখে সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়