রিমান্ড শেষে মহিলা দল নেত্রী সুলতানা কারাগারে

আগের সংবাদ

দেশে কোনো দুর্ভিক্ষ হবে না > সোহরাওয়ার্দীর জনসমুদ্রে প্রধানমন্ত্রী : যারা বলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, তাদের মুখে ছাই পড়েছে

পরের সংবাদ

মালদ্বীপে আগুনে বাংলাদেশিসহ নিহত ১১

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : মালদ্বীপের রাজধানী মালের এক বাড়ির গ্যারেজে বড় ধরনের অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। বুধবার মধ্যরাতে মালে শহরের মাফান্নু ও ইস্কান্দার মাগুর কাছে একটি বাসার নিচে ওই গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির ইংরেজি সংবাদমাধ্যম ‘আভাস’ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ভোর হয়ে যায়।
মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের কমান্ডার ইব্রাহিম রাশেদের বরাতে ‘আভাস’ লিখেছে, এ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের আটজন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাগরিক। বাকি দুজনের জাতীয়তা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিয়া দিদি গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বলা হচ্ছে, হতাহতের সংখ্যার দিক দিয়ে মালদ্বীপে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড এটি।
স্থানীয়রা জানিয়েছেন, তিন তলা ওই বাড়িতে মূলত বিদেশিরা বসবাস করতেন, তারা ছিলেন শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশের প্রবাসী শ্রমিক। গ্যারেজে আগুন লাগার পর কয়েকজন তাদের ঘরে বা টয়লেটে আটকা পড়েছিলেন।
মিহারু অনলাইন জানিয়েছে, ওই ভবনের বাসিন্দাদের রান্নার জন্য আলাদা আলাদা গ্যাসের সিলিন্ডার রাখা হয়েছিল। অনেক সিলিন্ডার আগুনে বিস্ফোরিত হয়। ভবনটির পাশেই ছিল রাসায়নিকের গুদাম। আর ন্যাশনাল ডিফেন্স ফোর্সের ইব্রাহিম রাশেদ আভাসকে বলেছেন, ‘কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। ওই গ্যারেজে বিভিন্ন ধরনের গ্যাস ছিল, ফলে আগুন নেভানো আরো চ্যালেঞ্জিং হয়ে উঠে। ভেতরে কত লোক ছিলেন তা স্পষ্ট নয়। মৃতের সংখ্যাও বাড়তে পারে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়