রিমান্ড শেষে মহিলা দল নেত্রী সুলতানা কারাগারে

আগের সংবাদ

দেশে কোনো দুর্ভিক্ষ হবে না > সোহরাওয়ার্দীর জনসমুদ্রে প্রধানমন্ত্রী : যারা বলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, তাদের মুখে ছাই পড়েছে

পরের সংবাদ

চট্টগ্রামে শুরু হলো হেলথ এন্ড মেডিকেল এক্সপো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে ৩ দিনব্যাপী হেলথ এন্ড মেডিকেল এক্সপো ২০২২। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এই এক্সপো উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ইসমাইল খান।
এসময় তিনি বলেন, মহামারী করোনা আমাদের নতুন করে শিখিয়েছে হেলথ ফর অল নয়, অল ফর হেলথ। যে কোনো দুর্যোগ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করলে সফল হওয়া যায়- এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমাদের শিখিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এটি অনুসরণ করছেন প্রতিনিয়ত। স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনরাত পরিশ্রমের কথা উল্লেখ করে ডা. ইসমাইল খান আরো বলেন, উন্নয়নের সঙ্গে মানুষের স্বাস্থ্যগত দিকগুলোকে গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি এক্সপো’র উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে একই ছাদের নিচে সবকিছু জোগাড় করে দেয়ার মধ্যে মানবিকতাও রয়েছে। এতে সময় এবং অর্থও সাশ্রয় হয় নানাভাবে।
আয়োজক প্রতিষ্ঠান মাস্কস ম্যানেজমেন্টের প্রধান উপদেষ্টা লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে ও সাদিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব সাংবাদিক মহসীন কাজী, চট্টগ্রাম ফিল্ড হসপিটালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়–য়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মুকেশ কুমার দত্ত, দৃষ্টি-চট্টগ্রামের সাবেক সভাপতি মাসুদ বকুল, প্রতিষ্ঠানের চেয়ারম্যান শহিদুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান আবুল মনসুর।

আয়োজকরা জানিয়েছেন, ৭০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে ‘সুস্বাস্থ্যের জন্যে চাই সচেতনতা’ এই বার্তা নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে স্বাস্থ্যবিষয়ক সেমিনার ও বিনামূল্যে স্বাস্থ্যবিষয়ক পরামর্শসহ ৩ দিনব্যাপী আয়োজনে রয়েছে ফ্রি ডায়াবেটিস চেকআপ, ফ্রি রক্ত গ্রুপ নির্ণয়, ফ্রি চক্ষু পরীক্ষা, ফ্রি স্বাস্থ্য পরামর্শ ও বিষয়ভিত্তিক সেমিনার। বিনামূল্যে স্বাস্থ্যসেবা পরামর্শ ও চিকিৎসা সেবার বিভিন্ন তথ্যের সমাহার থাকছে এই হেলথ এক্সপোতে।
মেলার দ্বিতীয় দিন ১১ নভেম্বর বিকেলে পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপির পরিচালনায় ‘পুষ্টি ও ওজন কমানো বিষয়ক সেমিনার’, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. অধ্যাপিকা বাসনা মুহুরীর পরিচালনায় ‘শিশুর বিকাশ ও প্রতিবন্ধীর কারণ বিষয়ক সেমিনার’। এছাড়া, ১২ নভেম্বর বিকালে সমাপনী দিনে স্বাস্থ্য খাতে বিশেষ ভূমিকা রাখায় ১০ জনকে ‘বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান বিশেষ সম্মাননা’ দেয়া হবে। সম্মাননার জন্য মনোনীতরা হলেন-চট্টগ্রাম চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. রবিউল হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যান্সার ওয়ার্ডের অন্যতম পৃষ্ঠপোষক পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফী মো. মিজানুর রহমান এবং অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়–য়া, প্রতিষ্ঠান সন্ধানী, নিজের বেতনের টাকায় গরিবের মাঝে ওষুধসামগ্রী বিতরণকারী সরকারি চাকরিজীবী মোহাম্মদ নেছার, সেবা ফাউন্ডেশনের কর্মকর্তা শওকত হোসাইন, বেওয়ারিশ মানুষের প্রতিনিয়ত সেবাদানকারী মঞ্জুর হোসেন, করোনাকালীন ও সর্বশেষ বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতদের সহায়তায় এগিয়ে আসা গাউছিয়া কমিটি বাংলাদেশ এবং করোনাকালীন সময়ে সম্মুখসারির সংগঠন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ। এছাড়া, এদিন সকাল ১০টায় চট্টগ্রাম ডায়াবেটিস হসপিটালের পরিচালনায় ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ বিষয়ক পরামর্শ’। সকাল ১১টায় খ্যাতিমান লেখক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবু সাঈদ শীমুলের পরিচালনায় ‘শিশুরোগ ও প্রতিকার বিষয়ক সেমিনার’ রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়