বাংলা একাডেমির তিনটি পুরস্কার ঘোষণা

আগের সংবাদ

মহাসড়কে পদে পদে মরণফাঁদ :

পরের সংবাদ

আনোয়ারা সৈয়দ হকের ৩টি কবিতা

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

** আমাদের মতো করে

আমাদের মতো করে কেউ আর দেখেনি পৃথিবী
আমাদের মতো করে কেউ আর রক্ত¯œান করেনি কখনো
আমাদের মতো করে কেউ আর আকাশের প্রান্ত ধরে দেয়নি সজোরে টান
আমাদের মতো করে কেউ আর স্বপ্নের ডালি খুলে দেয়নি এরকম হাঁক
আমাদের মতো করে আর কেউ শোনেনি মাতৃভূমির ডাক
আমাদের মতো করে কেউ আর বঙ্গোপসাগরে ভাসায়নি ভেলা
এসবই আমাদের মহান ইতিহাস
এসবই বাঙালির বদ্বীপ জীবন।

** এ জীবন বড়ির জীবন

লাল নীল শাদা হলুদ খয়েরি কালো
কোনোটা বা আকাশি রঙের আলো
বড়ির ভেতর দিয়ে কাটাই জীবন
অজস্র অসংখ্য বড়ি মৌটুসি পাখির মতন
জড়িয়ে ধরেছে এই হৃদয় বলয়
সময়ের ঘড়ি বাজে টিক টিক টিক টিক
শিল্প সাহিত্য দর্শন বেশুমার লুটোপুটি
বহুমূত্র, রক্তচাপ, হাড়ক্ষয়, সাইনাস
আর তার সাথে সমব্যথী অ্যাপেন্ডিক্স
বেঠিক জীবনই তবে দেখি আজ বিলকুল ঠিক।

** প্রতিটি চাবুকের পেছনে

প্রতিটি চাবুকের পেছনে উঠে দাঁড়াবার ডাক আছে
প্রতিটি অপমানের পেছনে রয়েছে ঘুরে দাঁড়াবার গান
তুমি বা আমি বা আমরা যে ভাবে বাঁচি
এই বাঁচাতেই রয়ে গেছে জীবনের জয়গান।
দেখ, আমাদের পিঠে আছে কালশিটে দাগ
দেখ, আমাদের মুখ যেন ‘ঝলসানো’ এক ‘রুটি’
দেখ, আমাদের হৃদয় যেন জলন্ত মরুমাঠ
দেখেছো, দেখ, আবারো দেখ
এখনো নোয়াই নি এ মাথা
যতবার বুকে আঘাত হেনেছে দিয়েছে প্রাণের ব্যথা
ততবার মাথা হয়ে গেছে উঁচু, আরও উঁচু বিশালয়
হিমালয় মাথা নোয়াতে কদাপি পারে
বাংলার মাথা হবে না কখনো নিচু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়