৫ জন গ্রেপ্তার : বিমানের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস

আগের সংবাদ

ব্যর্থ মেটার হরাইজন ওয়ার্ল্ডস

পরের সংবাদ

ফিরছে এমিলের গোয়েন্দারা

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নতুন করে ফিরছে এমিলের গোয়েন্দারা। তবে সিনেমা হলে নয়। আসছে ছোট পর্দায়। জার্মান সাহিত্যিক এরিখ কাস্টনারের লেখা জনপ্রিয় শিশুতোষ উপন্যাস ‘এমিল অ্যান্ড দ্য ডিটেকটিভস’। আশির দশকে এ উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছিলেন বাদল রহমান। ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ নামের সিনেমাটি পাঁচটি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছিল। । একই উপন্যাস থেকে দুরন্ত টিভির জন্য ৩০ পর্বের ধারাবাহিক নাটক ‘এমিল ও তার গোয়েন্দারা’ বানাচ্ছেন কৌশিক শংকর দাশ। স¤প্রতি ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন লোকেশনে ১১ দিন শুটিং করেছেন তিনি। সম্পূর্ণ শুটিং শেষ হতে লাগবে আরও কয়েক দিন। নির্মাতা কৌশিক শংকর দাশ বলেন, ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ সিনেমার সঙ্গে ধারাবাহিক নাটকটির তুলনা না টানার জন্য। তিনি বলেন, ‘আমরা কিন্তু সিনেমাটা রিমেক করছি না। মূল গল্প অবলম্বনে আমরা নতুন করে স্ক্রিপ্ট লিখেছি। যেহেতু ধারাবাহিক নাটক, ফলে আমাদেরকে অনেক কিছু সংযোজন-বিয়োজন করতে হয়েছে। নতুন চরিত্র এসেছে। তারচেয়ে বড় কথা, এটা তৈরি হচ্ছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে। তবে আমার অনুরোধ থাকবে, সিনেমাটির সঙ্গে যেন এ ধারাবাহিকের তুলনা না করা হয়। কারণ, দুটো দুই মাধ্যমের জন্য বানানো।’ ‘এমিল ও তার গোয়েন্দারা’ ধারাবাহিক নাটকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে এমিল চরিত্রে আছে তূর্য আর পনি চরিত্রে ঋদ্ধি। মেধা, বিশাল, সাহির, সানজিদা, তাথৈ, জয়ী, আবির, তাহসান এরাও আছে পুঁচকে গোয়েন্দা দলে। আরও অভিনয় করছেন দিলারা জামান, বিজরী বরকতউল্লাহ, ফারজানা চুমকি, তপন মজুমদার ও শতাব্দী ওয়াদুদ।
:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়