টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব : করোনা কাটিয়ে ফিরছে জৌলুস

আগের সংবাদ

প্রাণঘাতী রূপে প্রলম্বিত ডেঙ্গু : ছড়িয়ে পড়েছে দেশের ৫৬ জেলায়, খুলনা ও বরিশাল বিভাগের সব জেলায়ই রোগী > ডেঙ্গু : সংক্রমণ

পরের সংবাদ

চালকের আসনেও থাকবে যাত্রী

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চীনের প্রযুক্তি জায়ান্ট বাইদুর উদ্ভাবিত স্বচালিত গাড়ির নতুন মডেল উন্মোচন করা হয়েছে। গাড়ি চালনায় ২০ বছরের অভিজ্ঞ চালকের সমান দক্ষতা রয়েছে স্বয়ংক্রিয় এই যানটির। বাইদু কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই আরটি৬-এর স্টিয়ারিং ও চালকের আসনটিতে অতিরিক্ত যাত্রী বসার ব্যবস্থা, ভেন্ডিং মেশিন অথবা গেমস সেট স্থাপন করা হবে।
দেশটিতে বাইদুর স্বচালিত অ্যাপোলো আরটি৬ মডেলের গাড়িটি ট্যাক্সি সেবা ‘অ্যাপোলো গো’-এর সঙ্গে যুক্ত করা হবে। এদিকে সড়ক ও যানবাহন নীতিমালা অনুযায়ী, নিরাপত্তার কথা বিবেচনা করে স্বচালিত গাড়িগুলোতে এখনও চালকের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
প্রতিটি অ্যাপোলো আরটি৬-এর দাম হবে ২ লাখ ৫০ হাজার ইউয়ান বা ৩১ হাজার পাউন্ড। এটি আগের মডেলের তুলনায় অনেক কম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়