ছদ্মবেশে ট্রেনের টিকেট কেটে দালালসহ আটক ৩

আগের সংবাদ

সুপার গতিতেই ছড়াচ্ছে সুপারবাগ : জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক এখন মৃত্যুদূত! > প্রেসক্রিপশন ছাড়া বিক্রি বন্ধ করার তাগিদ

পরের সংবাদ

পর্যটকদের জন্য ফ্রি বিমান টিকেট!

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : করোনাভাইরাসের মহামারির কারণে বিশ্বজুড়ে পর্যটনে ধস নেমেছে। চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের পর্যটনশিল্পও এই মহামারিতে কাবু হয়েছে। তবে এ থেকে বেরিয়ে আসতে নতুন পদক্ষেপ নিচ্ছে তারা। হংকংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা পর্যটকদের জন্য উড়োজাহাজের ৫ লাখ টিকেট বিনা মূল্যে দেবে। করোনার মহামারির শুরু থেকে যেসব দেশ ও অঞ্চল ‘জিরো কোভিড’ নীতি অনুসরণ করেছিল, তাদের মধ্যে অন্যতম ছিল হংকং। তবে গত মাসে এই অবস্থান থেকে সরে আসে তারা। সেপ্টেম্বরে ঘোষণা দেওয়া হয়, হংকংয়ে গিয়ে কোনো পর্যটককে আর হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে না। এ ছাড়া সেখানে যেতে ফ্লাইটে ওঠার আগে আর করোনার নেগেটিভ সনদও দেখাতে হবে না।
এরপরই হংকংয়ের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হলো। এ প্রসঙ্গে হংকংয়ের বিমানবন্দর কর্তৃপক্ষের এক মুখপাত্র সিএনএনকে বলেন, তাঁরা পর্যটকদের পাঁচ লাখ টিকিট বিনা মূল্যে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। এসব টিকিটের মূল্যমান ২৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। পর্যটন খাত আবারও শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালে যখন করোনার মহামারি বড় আকার ধারণ করেছিল, তখন হংকংয়ের বিমানবন্দর কর্তৃপক্ষ সেখানকার এয়ারলাইনস প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাঁচ লাখ টিকিট কিনে নিয়েছিল। বিমানশিল্পকে প্রণোদনা দিতে তখন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এসব টিকিটই এখন পর্যটকদের দেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়