খন্দকার মোশাররফ : বিএনপিকে নির্যাতন করে দমিয়ে রাখা যাবে না

আগের সংবাদ

দুই সংকটে তৈরি পোশাক খাত : সংকট কাটলে ৮ বছরে পোশাক খাতে রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারের আশা

পরের সংবাদ

উল্লাপাড়ায় বজ্রপাত : অর্থ সহায়তা পেল নিহত-আহতদের পরিবার

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চকোশী ইউনিয়নে বজ্রপাতে নিহত ও আহত প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
গত শনিবার এই আর্থিক সহায়তা দেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা যুথী। তিনি ওই এলাকার বাসিন্দা।
যুথী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জনগণের জন্য জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করি। আর এটা তো আমার নিজ গ্রাম। আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করবো।’ এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সিরাজগঞ্জ যুবলীগের কর্মী আলহাজ সরকার, পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি এবং উত্তরা যুবলীগকর্মী প্রদীপ কুমার গুহ প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর পঞ্চকোশী ইউনিয়নে বজ্রপাতে শিশুসহ ৯ জন কৃষক নিহত হন। আহত হন আরো পাঁচজন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়