কোহলির সেঞ্চুরি : আফগানদের ওপর ঝাল মিটাল ভারত

আগের সংবাদ

ভারতের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঢাকায় আমন্ত্রণ : উত্তর-পূর্বের সঙ্গে সংযোগে গুরুত্ব

পরের সংবাদ

পাচারের উদ্দেশে মজুত করা ২৭৫ বস্তা সার আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সাইমুম সাব্বির শোভন, জামালপুর থেকে : জামালপুরের মাদারগঞ্জে পাচারের উদ্দেশে মজুত রাখা ২৭৫ সার ও বিপুল পরিমাণ অবৈধ কীটনাশক জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোলারমোড়ের সুলাইমানের দোকানে অভিযান পরিচালনা করে সার ও কীটনাশক জব্দ করা হয়।
জব্দকৃত সারের মধ্যে ১২৫ কেজি ইউরিয়া, ১২৬ কেজি ডিএপি, ১২ কেজি এমওপি এবং ১২ কেজি টিএসপি সার রয়েছে। এছাড়া বিপুল পরিমাণ অবৈধ কীটনাশক রয়েছে।
মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম জানান, বিভিন্ন জায়গায় থেকে সার মজুত করে রাতের আঁধারে বগুড়ার সারিয়াকান্দিতে পাচার করতো সুলাইমান।
গোপন সংবাদের ভিত্তিতে সুলাইমানের দোকানে অভিযান চালিয়ে ২৭৫ বস্তা সার ও বিপুল পরিমাণ অবৈধ কীটনাশক জব্দ করা হয়।
অভিযানের সময় অভিযুক্ত সুলাইমানকে পাওয়া যায়নি। জব্দকৃত সার ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে নায্যমূল্যে বিক্রি করা হবে। কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়