কোহলির সেঞ্চুরি : আফগানদের ওপর ঝাল মিটাল ভারত

আগের সংবাদ

ভারতের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঢাকায় আমন্ত্রণ : উত্তর-পূর্বের সঙ্গে সংযোগে গুরুত্ব

পরের সংবাদ

‘দারিদ্র্যসীমার নিচে আরো তিন কোটি মানুষ’

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : ‘জ্বালানি তেলসহ অব্যাহত দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। দেশে আড়াই কোটি মানুষ বেকার ও তিন কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকায় এক বিক্ষোভ সমাবেশ এসব কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন সিপিবি দেওয়ান বাজার-আন্দরকিল্লা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদের সভাপতিত্বে এবং শাখা সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- সিপিবি, চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, যুব নেতা রুপন কান্তি ধর, সাখারভ হোসেন সেবক, অভিজিৎ বড়ুয়া, টিকলু দে প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়