৪ বোন চুরি করেই পালাত অন্য জেলায়

আগের সংবাদ

সফরে প্রাপ্তির পাল্লাই ভারী

পরের সংবাদ

দক্ষ জনশক্তি গঠন করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘দক্ষ জনশক্তি গঠনের নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষার গুণগতমান উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানবিক উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়। আমরা আশা রাখছি অচিরেই বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে দেশের মানচিত্রসম এই বিদ্যাপীঠ।’ গত মঙ্গলবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে কলেজ র‌্যাংকিং এর ফলাফল ঘোষণা এবং ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন উপাচার্য। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান। এক প্রশ্নের জবাবে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘অবাধ তথ্য প্রবাহের সব দ্বার উন্মুক্ত রয়েছে। আপনারা বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক সমালোচনা করবেন। সত্য তথ্য তুলে ধরবেন-সেটিকে আমরা সাদরে গ্রহণ করব। আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সব মিলে একসঙ্গে কাজ করব।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ¯œাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম, ¯œাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মনিরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান, প্রকাশনা দপ্তরের পরিচালক আ. মালেক সরকার, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক মু. আখতারুজ্জামান, তথ্য ও সেবা দপ্তরের পরিচালক মো. ইমান উদ্দিন সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়