বাজারের ব্যাগে মিলল নবজাতকের লাশ

আগের সংবাদ

দেশীয় জ্বালানি উত্তোলনে গুরুত্ব : অনুসন্ধান ও উত্তোলনে মহাপরিকল্পনা > ২০২৫ সালের মধ্যে ৪৬টি কূপ খনন করার উদ্যোগ পেট্রোবাংলার

পরের সংবাদ

পেসার আল আমিনের বিরুদ্ধে স্ত্রীর মামলা তদন্তের নির্দেশ

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার মামলার এজাহার আদালতে পৌঁছার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তা গ্রহণ করেন। এরপর আদালত মিরপুর মডেল থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. সোহেল রানাকে মামলাটি তদন্ত করতে নির্দেশ দেন। এছাড়া প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেন। আদালতে মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শেখ রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় যৌতুকের জন্য মারধরের লিখিত অভিযোগ করেন। এর ভিত্তিতে গতকাল অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।
পুলিশ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আল আমিন হোসেনকে থানায় ডাকা হতে পারে অথবা তাকে গ্রেপ্তার করতে পারে পুলিশ।

এদিকে গত বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়েরের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইসরাত জাহান বলেছিলেন, ‘সে (আল আমিন) অন্য মেয়ে নিয়ে থাকে। ২৫ আগস্ট আমাকে মারধর করেছে। তাই থানায় অভিযোগ দায়ের করেছি।’ তবে আপস করে সংসার করতে চান বলেও জানান ইসরাত জাহান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়