ভূমির কুতুবকে দেয়া হাইকোর্টের জামিন আপিলে বাতিল

আগের সংবাদ

তৃণমূলে সহিংসতা বাড়ছেই : দুই সপ্তাহে অন্তত ২০টি স্থানে সংঘর্ষ হয়েছে, দলগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের

পরের সংবাদ

আপন কেউ নেই

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিশাল আকাশের দূরের তারারা বলে,
তুমি চাঁদের মতো বড় একা।
বাদ্যযন্ত্রের মূর্ছনার বিরহে সুর বলে,
তুমি তো সূর্যের মতো একা।
জগতের কোটি কোটি প্রাণী বলে,
তুমি গোলাকার পৃথিবীর মতো একা।
বইয়ের পৃষ্ঠার অক্ষর শব্দ বাক্য বলে,
অবহেলার চাপায় পড়ে থাকা আমাদের মতো
তুমিও কাছের মানুষের অবহেলায় বড় একা।
পদ্মার স্রোতের জল খুব দ্রুতগতিতে বলে,
তোমার হৃদয়ের লঞ্চে আপন কোনো যাত্রী নেই
সত্যি তুমি সমুদ্রে যাত্রীহীন লঞ্চের মতো একা।
পৃথিবীতে জন্মগ্রহণ করে এলামও একা কিন্তু এখনো
কোটি কোটি মানুষের মাঝে সঙ্গীহীন বড় একা।
অবশেষে হিসাব করে যোগফল পেলাম
পৃথিবী থেকে বিদায়ও নিতে হবে একা,
তাই তো জীবিত অবস্থায় মনের নিঃসঙ্গ নিজের ঘরে
একাকী ভালো নেই আমি, অনুভবে বোঝ কি তুমি?

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়