বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ারি কবিরের মৃত্যুবার্ষিকী আজ

আগের সংবাদ

বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার

পরের সংবাদ

মিস ডিভা ইউনিভার্স দিভিতা রাই

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : নতুন মিস ডিভাস ইউনিভার্স ২০২২ হিসেবে নির্বাচিত হলেন কর্নাটকের দিভিতা রাই। ২৩ বছরের এই সুন্দরী তারকাখচিত অনুষ্ঠানে জিতে নিলেন মিস ডিভা ইউনিভার্সের খেতাব। মিস ইউনিভার্স ২০২১ হরনাজের মাথায় পরিয়ে দিলেন জয়ের খেতাব। মিসেস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টা পেজ থেকে ইতোমধ্যেই মুকুট পরিয়ে দেয়ার আবেগঘম মুহূর্ত শেয়ার করা হয়েছে সোশ্যালে। ২৮ আগস্ট রাতে হারনাজ সান্ধু মিস ডিভা ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন দিভিতাকে। মিস ইউনিভার্স পেজের তরফ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে মিস ডিভা ইউনিভার্সের মুকুটে প্রথমে একটা চুমু খেয়ে তারপর তা পরিয়ে দিলেন। এরপর দুই সুন্দরী একসঙ্গে র‌্যাম্পে হাঁটেন। দুজনের মাথাতেই মুকুট আর স্যাশে লেখা তাদের জিতে নেয়া খেতাব। মিস ডিভা ইউনিভার্স জেতার পর মনের ভাব শেয়ার করে নেন দিভিতা, যা মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টা পেজ থেকে শেয়ার করা হয়েছে। যাতে তাকে বলতে শোনা যাচ্ছে, ‘অসাধারণ লাগছে। অবশেষে আমার মাথায় উঠল এই মুকুট। এটা অবিশ্বাস্য। আমার সত্যি বলার মতো ভাষার অভাব পড়ছে। পাগল পাগল লাগছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়