নন্দীগ্রামে টিসিবি ডিলারের ১ লাখ টাকা জরিমানা

আগের সংবাদ

শেখ হাসিনা ভারত যাচ্ছেন ৫ সেপ্টেম্বর, ঢাকা ও দিল্লিতে প্রস্তুতির তোড়জোড় : ফলপ্রসূ সফর চায় দুই দেশই

পরের সংবাদ

টেক বিশ্বের খবর

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ফেসবুকে রিলস ক্রস
ইনস্টাগ্রামে বেশকিছু ভুলত্রæটি থাকলেও টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং রিলসের পরিধি বাড়াতে কাজ করছে মেটা। ফেসবুকের জন্য রিলসে বেশকিছু পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে এখন থেকে ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে রিলস পুনরায় পোস্ট করতে পারবে। মেটার আশা, এ সুবিধার মাধ্যমে কনটেন্ট নির্মাতারা দুটি প্লাটফর্মেই তাদের অডিয়েন্স বাড়াতে পারবে এবং মনিটাইজের মাধ্যমে আয় করতে পারবে। পাশাপাশি ফেসবুক বর্তমানে স্টোরিতে শেয়ার করা কনটেন্টকে রিলস হিসেবে তৈরি করে পুনরায় শেয়ার করার সুবিধা দিচ্ছে। এছাড়া ফেসবুকে বেশকিছু রিলস রিমিক্স অপশনও যুক্ত হয়েছে। এর আগে মেটা ফিচারগুলো ইনস্টাগ্রামে যুক্ত করেছিল। অরিজিনাল রিলসের পর ব্যবহারকারী বিভিন্ন অপশনের মাধ্যমে রিমিক্স করে ভিডিওটি আবারো প্রকাশ করতে পারবে। অন্যদিকে স্টোরিজে নিজস্ব স্টিকার যুক্ত করার যে ফিচারটি জনপ্রিয়তা পেয়েছিল সেটিও ইনস্টাগ্রাম ও ফেসবুকে যুক্ত করা হবে বলে সূত্রে জানা গিয়েছে। মূলত অন্য ব্যবহারকারীদের এ ট্রেন্ডে যুক্ত করার জন্যই এ উদ্যোগ। কোনো ব্যবহারকারী যদি নিজস্ব স্টিকার যুক্ত করার অপশন যুক্ত করে তাহলে যেসব রিলে স্টিকার যুক্ত করা হবে তার সবই নির্দিষ্ট পেজে চলে আসবে। সূত্র: এনগ্যাজেট

পডকাস্ট যুক্ত করবে টুইটার
বর্তমান সময়ে গ্রাহক বা ব্যবহারকারীদের কাছে পডকাস্ট ভালো জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে প্লাটফর্মে পডকাস্ট যুক্ত করার কথা নিশ্চিত করেছে টুইটার। পডকাস্ট যুক্ত করার বিষয়ে এক ঘোষণায় বিস্তারিত জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্পেসেসে ট্যাবে নতুন ডিজাইনের মাধ্যমে এটি যুক্ত করা হবে। টেক ক্রাঞ্চ প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, টুইটার তাদের স্পেসেসে নতুন ডিজাইনের ট্যাব যুক্ত করেছে। এর মাধ্যমে পডকাস্ট চালু করা হবে। সূত্র: টেকটাইমস
পেইড ভিডিও পোস্ট সরিয়ে নেবে টিকটক
অর্থের বিনিময়ে রাজনৈতিক বক্তব্য প্রচার করেন এমন ইনফ্লুয়েন্সারদের বাধা দেবে টিকটক। মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এ প্রস্তুতি নিয়েছে কোম্পানিটি। ২০১৯ সালে অর্থের বিনিময়ে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার বন্ধ করে টিকটক। কিন্তু ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করে অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রচার ঠিকই চলছিল। এবার সেটির বিরুদ্ধেই মূলত পদক্ষেপ নিল টিকটক। সূত্র: রয়টার্স

ওয়াটারমার্ক যুক্ত করবে ইউটিউব শর্টস
আপলোড করা ভিডিওতে শিগগিরই ওয়াটারমার্ক যুক্ত করতে যাচ্ছে ইউটিউব শর্টস। মূলত অন্যান্য প্লাটফর্মে একই ভিডিও পুনরায় পোস্ট করা বন্ধে এ উদ্যোগ নিতে যাচ্ছে ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি। বর্তমানে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম হিসেবে টিকটকের জনপ্রিয়তা তুঙ্গে। এর পরিপ্রেক্ষিতে অন্যান্য ইন্টারনেট প্রতিষ্ঠানগুলো তরুণদের মধ্যে শর্টস ভিডিওর তুমুল জনপ্রিয়তার বিষয়টি দেখতে পায়।
এর পরিপ্রেক্ষিতে তারা বিকল্প সমাধান নিয়ে আসে। কেননা তারা জানে যে কনটেন্ট নির্মাতারা তাদের কনটেন্টগুলো বারবার পোস্ট করেন। উদাহরণস্বরূপ ইনস্টাগ্রাম রিলসে থাকা একাধিক ভিডিও টিকটকেও দেখা যায়।
ইউটিউব ডেভেলপারদের তথ্যানুযায়ী, ওয়াটারমার্ক ব্যবহারের সিদ্ধান্তটি নেয়ার মূল কারণ হচ্ছে, বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করা হলেও যেন ফাইলটি মূল আপলোড স্থানে দেখা যায়। পারতপক্ষে এর মাধ্যমে সাইটের মালিক তাদের পরিষেবার বিস্তার ঘটাতে চান। ২০২০ সালে ইউটিউব প্রথম শর্ট ভিডিও প্রকাশ্যে আনে। প্লাটফর্মটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১৫০ কোটি ছাড়িয়েছে। অন্যদিকে গুগল স¤প্রতি ইউটিউব ভিডিওর ভিউয়িং স্কেল পরিবর্তনে নতুন ফিচার নিয়ে কাজ করছে।
সূত্র: গিজচায়না

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়