নন্দীগ্রামে টিসিবি ডিলারের ১ লাখ টাকা জরিমানা

আগের সংবাদ

শেখ হাসিনা ভারত যাচ্ছেন ৫ সেপ্টেম্বর, ঢাকা ও দিল্লিতে প্রস্তুতির তোড়জোড় : ফলপ্রসূ সফর চায় দুই দেশই

পরের সংবাদ

ইনস্টাগ্রামের নতুন ফিচার

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কিশোর বা কমবয়সী ব্যবহারকারীদের প্লাটফর্মের নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সংবেদনশীল কনটেন্ট নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে ইনস্টাগ্রাম। মেটা মালিকানাধীন প্লাটফর্মটি বর্তমানে ১৬ বছরের কম বয়স্ক ব্যবহারকারীদের সেটিংস থেকে কনটেন্টের ধরন পরিবর্তনের নির্দেশনা দিচ্ছে। কনটেন্টের ধরন নিয়ন্ত্রণের পাশাপাশি বর্তমানে প্লাটফর্মটি তরুণ ব্যবহারকারীদের জন্য পুশ মেসেজ পাঠানোর ফিচারও চালু করতে যাচ্ছে, যেটি তাদের সংবেদনশীল কনটেন্ট দেখা থেকে বিরত রাখবে। কনটেন্ট উন্নয়নের পাশাপাশি প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের ক্ষেত্রে কিশোরদের সুরক্ষিত রাখার অংশ হিসেবেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এক আপডেটের তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা যেন তাদের ফিড সহজে নিয়ন্ত্রণ করতে পারে সেটির সুযোগ প্রদানেই প্রতিষ্ঠানটি এ উদ্যোগ নিয়েছে। বিশেষ করে অনলাইনে যে সংবেদনশীল বিষয় বেশি থাকে সেগুলোর জন্য। ইনস্টাগ্রামের সিংহভাগ ব্যবহারকারী মূলত কিশোর। মূলত তাদের সংবেদনশীল কনটেন্ট থেকে দূরে রাখতেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্লাটফর্মটি। যেসব অ্যাকাউন্টের ব্যবহারকারীর বয়স ১৬ বছরের নিচে তাদের জন্য ইনস্টাগ্রামের নতুন এ ফিচার। এসব ব্যবহারকারী প্লাটফর্মের সব ফিচার ব্যবহার করতে পারলেও অনলাইনে থাকা সংবেদনশীল কনটেন্ট নিয়ন্ত্রণে সহায়তা করবে এ ফিচার। অ্যাপ চালুর পর তাদের ফিডে প্লাটফর্মের পক্ষ থেকে একটি মেসেজ পাঠানো হবে। সেখানে সেটিংসে প্রবেশ করে ব্যবহারকারীদের কনটেন্ট মডারেশনের জন্য নির্দেশনা দেয়া হবে। অ্যাপ্লিকেশন ও ব্যবহারিক অভিজ্ঞতার আলোকে কিশোররা কিভাবে প্রভাবিত হচ্ছে সে বিষয়ে ইনস্টাগ্রাম ও মেটার মধ্যে বিরোধ চলমান। বিশেষ করে কিশোর ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে মেটা এর আগেও সমালোচনা ও বিরোধের মুখে পড়েছিল। সে সময়ের মামলাটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ ছিল। সূত্র: টেকটাইমস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়