দুদকের মামলা : ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এমডির ৪৩ কোটি টাকার অবৈধ সম্পদ

আগের সংবাদ

এশিয়া কাপে অন্য রকম সেঞ্চুরির অপেক্ষায় সাকিব

পরের সংবাদ

ব্যবসায়ীদের জরিমানা

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক কুড়িগ্রাম : ভুরুঙ্গামারী উপজেলা সদরের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের ৫২ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। সূত্র জানায়, ব্রি-২৯ চালকে ব্রি-২৮ চাল হিসেবে প্যাকেটজাত করে বিক্রি করার অপরাধে আন্ধারীঝাড় বাজারের আরআর মিনি অটো চাউল কলের মালিক মো. মুকুল হোসেনের ৩০ হাজার টাকা, একই অপরাধে ভুরুঙ্গামারী বাজারের বারেক চাউল ঘরের মালিক আ. বারেকের ১০ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় ভুরুঙ্গামারী বাজারের ফাতেমা ট্রেডার্সের মালিক মো. আনারুল ইসলামের ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে মাপে কম দেয়ার অপরাধে দেওয়ানের খামারে অবস্থিত সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়