আজকের খেলা

আগের সংবাদ

কুশিয়ারা ফেনী গঙ্গায় জোর : ১২ বছর পর কাল থেকে যৌথ নদী কমিশনের বৈঠক > প্রধানমন্ত্রীর দিল্লি সফরে পানি সমঝোতার সম্ভাবনা

পরের সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় বিনিয়োগ

প্রকাশিত: আগস্ট ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ব্যাংক খাতে
জালিয়াতি খুবই পরিচিত একটি ঘটনা। ডিজিটাল লেনদেনে এর হার আরো বেশি। বিশ্বজুড়ে এ ধরনের ঘটনা প্রতিরোধে সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারে ৩ হাজার ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে ব্যাংকগুলো। এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গিয়েছে। ইন্টারন্যাশনাল ডাটা সেন্টার (আইডিসি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মূলত বিশ্বের বিভিন্ন ব্যাংকের নির্বাহী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় ও জরুরি ব্যবস্থা হিসেবে জালিয়াতি দমনকে চিহিত করা হয়েছে-

ব্যাংক খাতে জালিয়াতি খুবই পরিচিত একটি ঘটনা। ডিজিটাল লেনদেনে এর হার আরো বেশি। বিশ্বজুড়ে এ ধরনের ঘটনা প্রতিরোধে সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারে ৩ হাজার ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে ব্যাংকগুলো। এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গিয়েছে। ইন্টারন্যাশনাল ডাটা সেন্টার (আইডিসি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মূলত বিশ্বের বিভিন্ন ব্যাংকের নির্বাহী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় ও জরুরি ব্যবস্থা হিসেবে জালিয়াতি দমনকে চিহিত করা হয়েছে। আইডিসি ফাইন্যান্সিয়াল ইনসাইটের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট মাইকেল আরানেটা বলেন, বর্তমানে ব্যাংক খাতে নতুন ডিজিটাল পণ্য ও পরিষেবা, নতুন চ্যানেল ও লেনদেন পদ্ধতি আসছে। কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো জালিয়াতির বিরুদ্ধে তাদের আদি নিরাপত্তা ব্যবস্থাকে এখনো পর্যাপ্ত বলে মনে করছে। তিনি বলেন, আগে জালিয়াতি রোধে ব্যাংকগুলো যে পদক্ষেপ নিয়েছিল সেগুলো বর্তমান সময়ের আরো আধুনিক ব্যবসাজগতে কার্যকর নয়। বর্তমান সময়ের হিসেবে জালিয়াতি প্রতিরোধ ব্যবস্থায় পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। ব্যাংক খাতে বর্তমানে দুটি সমস্যা রয়েছে। দুটিরই সমাধান প্রয়োজন, যাতে একটি অন্যটির বিপরীতে চলতে পারে। আরানেটা বলেন, সরকারকে চলনসই নীতিমালা গ্রহণ করতে হবে। এছাড়া আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানগুলোকে, যেমন- ব্যাংক, বীমাকারী, পুঁজিবাজার সংস্থাকে রাজস্ব ও ঝুঁকি ব্যবস্থাপনার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। ২০২৩ সাল নাগাদ খাতটি প্লাটফর্ম তৈরিতেও কাজ করবে। যেটি বহিরাগত ও তৃতীয় পক্ষের কাছে আর্থিক পরিষেবাগুলোর বিস্তার ঘটাবে। মাইকেল আরানেটা আরো বলেন, ব্যাংক খাত বর্তমানে ব্যাংকিং অ্যাজ আ সার্ভিস (বিএএসএ) ও ডিজিটাল লাইফস্টাইল ইকোসিস্টেমে যুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে। ডিজিটালি এগিয়ে থাকার জন্য আর্থিক পরিষেবাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সূত্র: আইএএনএস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়