নিত্যপণ্যের দাম কমানোর দাবি শ্রমিক ফ্রন্টের

আগের সংবাদ

ভাড়া নিয়ে দিনভর নৈরাজ্য

পরের সংবাদ

জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল

প্রকাশিত: আগস্ট ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাবি প্রতিনিধি : কোনো রকম পূর্বাভাস ছাড়া ও অস্বাভাবিক হারে জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
গতকাল শনিবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের পরে মশাল মিছিলটি কাঁটাবন হয়ে হাতিরপুল বাজারের সামনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের গিয়ে শেষ হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈকত আরিফ, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ মিলু, ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হাসান আল মেহেদী, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফারহানা মুনা প্রমুখ।
মশিউর রহমান বলেন, জন অসন্তোষ সারা দেশে ছড়িয়ে পড়েছে। সেøাগানে সেøাগানে মানুষ প্রতিবাদ জানাচ্ছে। নাভিশ্বাস পরিস্থিতি বিরাজ করছে সারাদেশে। তেলের দাম শ্রমজীবী মানুষের উপর চাপিয়ে দেয়া হচ্ছে।
একই বিষয়ে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মুক্তা বাড়ৈ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়