ঢাকাস্থ বড়াইগ্রাম সমিতি সভাপতি আব্দুল গণি সম্পাদক নান্নু

আগের সংবাদ

ইসির সংলাপ থেকে অর্জন কী

পরের সংবাদ

টেক বিশ্বের খবর

প্রকাশিত: জুলাই ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নতুন ম্যাপ ফিচার চালু ইনস্টাগ্রামের
ব্যবহারকারীদের জন্য নতুন ম্যাপ সুবিধা নিয়ে এসেছে ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম। এতে ব্যবহারকারীরা তাদের আশপাশে থাকা ট্যাগ করা জনপ্রিয় সব জায়গা সম্পর্কে জানতে পারবে।
ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা রেস্টুরেন্ট, ক্যাফে ও বিউটি স্যালুনসহ বিভিন্ন জায়গা ম্যাপে ফিল্টার করতে পারবে। এক বছর আগে জাপানে এ ম্যাপ চালু করা হয়। অন্যদিকে ২০ জুলাই থেকে বিশ্বের ব্যবহারকারীদের জন্য ফিচারটি। ইনস্টাগ্রামে প্রবেশের পর ব্যবহারকারীরা নতুন কিছু সন্ধান করে। অনেক সময় তারা এ প্লাটফর্মে আসেই নতুন কোনো জায়গা খুঁজে বের করার এবং তাদের আশপাশের কোনো ব্যবসা সম্পর্কে জানার জন্য। ব্যবসা ক্ষেত্রে এ ম্যাপ সংযোগ পয়েন্ট হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে, যা থেকে ওই এলাকায় ব্যবসার প্রভাব ও বিক্রি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ম্যাপ ফিচারটি ব্যবহারকারীকে নতুন নতুন জনপ্রিয় জায়গাগুলো আবিষ্কার করতে সাহায্য করবে। তারা ট্যাগড পোস্ট, স্টোরি ও আইজি কমিউনিটির শেয়ার করা গাইড থেকেও আশপাশে কি ঘটছে সে ব্যাপারে জানতে পারবে। আবার কোনো নির্দিষ্ট হ্যাশট্যাগ সার্চ করলে ব্যবহারকারীরা সে সম্পর্কিত জায়গাগুলো ম্যাপে খুঁজে পাবে। সূত্র: গ্যাজেটসনাউ

ওয়েব ভার্সন আনছে স্ন্যাপচ্যাট
ওয়েব প্লাটফর্মে যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্ম স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কম্পিউটার থেকে মেসেজ পাঠানোর পাশাপাশি ভিডিও কলে যুক্ত হতে পারবে। প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্য ডেস্কটপ ভার্সনটি চালু করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার ব্যবহারকারীদের জন্য স্ন্যাপচ্যাট প্লাসের সাবস্ক্রিপশন সুবিধাও আনা হবে। বর্তমানে ক্রোম ব্রাউজার ব্যবহারের মাধ্যমে স্ন্যাপচ্যাট ওয়েব ব্যবহার করা যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানায়, পর্যায়ক্রমে অন্যান্য ব্রাউজারে ওয়েব ভার্সন চালানোর সুবিধা এবং ভবিষ্যতে ডেস্কটপ অ্যাপও চালু করা হবে। জুনের দিকে স্ন্যাপচ্যাট প্লাস চালু করা হয়। পরিষেবাটি গ্রহণে ব্যবহারকারীদের প্রতি মাসে ৩ ডলার ৯৯ সেন্ট ফি দিতে হবে। এ পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ আইকন পরিবর্তন, কনটেন্ট ভিউয়ারদের পরিচয় জানাসহ বিভিন্ন অ্যাডভান্সড ফিচার ব্যবহার করতে পারে। ভবিষ্যতে যে ডেস্কটপ ভার্সন আনা হবে সেটিতে মেসেজিংয়ের বিষয়টিকে বেশি প্রাধান্য দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র: টেকটাইমস

ভয়ানক হতে পারে ব্ল্যাকক্যাট র‌্যানসমওয়্যার
সা¤প্রতিক সময়ে বিশ্বে যেসব সাইবার হামলা হয়েছে তার মধ্যে ব্ল্যাকক্যাট র‌্যানসমওয়্যারের উপস্থিতি বেশি। স¤প্রতি পরিচালিত এক গবেষণার তথ্যানুযায়ী এ র‌্যানসমওয়্যার আরো ভয়ানক হয়ে উঠতে পারে। যুক্তরাজ্যভিত্তিক নিরাপত্তা সফটওয়্যার পরিষেবা ও হার্ডওয়্যার প্রতিষ্ঠান সফোসের এক প্রতিবেদনে বলা হয়, ব্ল্যাকক্যাট র‌্যানসমওয়্যার পরিচালনার সঙ্গে যেসব হ্যাকার জড়িত তারা সম্প্রতি তাদের সংগ্রহে ব্রুট র‌্যাটেল টুল যুক্ত করেছে। টুলটির কারণে র‌্যানসমওয়্যারটি আরো ক্ষতিকর ও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। ব্রুট র‌্যাটেল মূলত আক্রমণ পরিচালনা ও প্রভাব পরিমাপের একটি টুল। এটি কোবাল্ট স্ট্রাইকের মতোই, কিন্তু প্রযুক্তি জগতে সেভাবে পরিচিত নয়। সফোসের থ্রেট রিসার্চ বিভাগের সিনিয়র ম্যানেজার ক্রিস্টোফার বাড বলেন, সম্প্রতি ব্ল্যাকক্যাটসহ অন্যান্য হামলায় আমরা যা দেখেছি তা হলো, হামলাকারীরা খুবই উদ্যোগী এবং তাদের সফলতা অর্জনে বদ্ধপরিকর। তারা দুর্বল ফায়ারওয়াল, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কসহ (ভিপিএন) বিভিন্ন কার্যকর পদ্ধতিতে আক্রমণ পরিচালনা করেছে। সূত্র: টেকরাডার

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়