বেপরোয়া গতির বাস উল্টে আহত ২০ : পোশাক শ্রমিকের হাত বিচ্ছিন্ন

আগের সংবাদ

বিদ্যুৎ সংকটে বিপাকে কৃষক : উত্তরাঞ্চলে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় জমি শুকিয়ে গেছে > লোডশেডিংয়ের কারণে সেচ ব্যবস্থা বিঘ্নিত > ফসল বোনা অনিশ্চিত

পরের সংবাদ

নতুন দুই মডেলের ওয়ালটন ল্যাপটপ বাজারে

প্রকাশিত: জুলাই ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নতুন দুই মডেলের সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিলুড সিরিজের ল্যাপটপদুটির মডেল ‘প্রিলুড এন৪১ প্রো’ এবং ‘প্রিলুড এন৫০ প্রো’। অত্যন্ত দৃষ্টিনন্দন স্লিম ল্যাপটপ দুটিতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের শক্তিশালী সিপিউ, র‌্যাম ও ব্যাটারি, দ্রুতগতির স্টোরেজসহ দুর্দান্ত সব কনফিগারেশন ও ফিচার। মডেলভেদে দাম যথাক্রমে ৩৯ হাজার ৭৫০ এবং ৪১ হাজার ৯৫০ টাকা। ওয়ালটন কম্পিউটার পণ্যের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, এন্ট্রি লেভেলের ক্রেতাদের চাহিদা এবং শিক্ষার্থী ও তরুণদের ক্রয়ক্ষমতা অনুযায়ী ল্যাপটপ দুটি বাজারে ছাড়া হয়েছে। দাম, কনফিগারেশন ও ফিচার বিবেচনায় বর্তমানে বাজারে থাকা ল্যাপটগুলোর মধ্যে প্রিলুড সিরিজের এই ল্যাপটপ দুটি বাজেট সেরা। অত্যন্ত হালকা ও স্লিম হওয়ায় যাদের কাজের প্রয়োজনে বেশি ভ্রমণ করতে হয়, তাদের জন্য ল্যাপটপ দুটি আদর্শ। প্রয়োজনীয় কাজ ও বিনোদনে ওয়ালটনের প্রিলুড সিরিজের নতুন ল্যাপটপ ব্যবহারকারীকে দেবে অনন্য অভিজ্ঞতা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়