গান আড্ডার ভিডিও চিত্রে ‘পঞ্চাশে আমরা’

আগের সংবাদ

আমদানির সুফল মেলেনি রাজস্বে : বছর শেষে শুল্কেও থাকবে ঘাটতি > মূল্যস্ফীতি বাড়লেও কমেছে ভ্যাট > নজরদারি বাড়ানোর তাগিদ

পরের সংবাদ

দাম কমার শঙ্কায় সর্বনি¤œ সীমায়ও ক্রেতা সংকট

প্রকাশিত: জুলাই ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জ¦ালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের কৃচ্ছ্রতার নীতি ঘোষণায় পর দুইদিন বড় দরপতন হয়েছে পুঁজিবাজারে। কোম্পানির মৌলভিত্তি, আর্থিক পরিস্থিতি বিবেচনা ছাড়া ঢালাও পড়ছে দর। দাম আরো কমবে, এমন শঙ্কায় সর্বনি¤œ সীমায়ও শেয়ারের ক্রেতা সংকট চলছে। গতকাল ৩৮২টি কোম্পানির মধ্যে দরপতন হয়েছে ৩৪৪টির। এর বিপরীতে দর বেড়েছে ১৬টির দর, অপরিবর্তিত ছিল বাকি ২১টির দর। ফলে লেনদেনও নেমেছে তলানিতে। আগের দিন তাও টেনেটুনে ৫০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছিল। সেটি এবার ৩০০ কোটি টাকা পার করেছে কোনোমতে। গত সোমবার ৮৭ পয়েন্টের পর গতকাল মঙ্গলবার আধা ঘণ্টা যেতেই ৮০ পয়েন্ট সূচক কমে যায়। পরে একপর্যায়ে সেখান থেকে আরো ৭ পয়েন্ট কমে আগের দিনের মতোই ৮৭ পয়েন্ট কমে যায় বেলা ১টায়। তবে শেষ দিকে হারানো সূচক কিছুটা ফেরায় শেষ পর্যন্ত পতন হয় ৬৩ পয়েন্ট।
পুঁজিবাজারে পরপর দুই দিন বড় ধসই বলে দিচ্ছে বিনিয়োগকারীদের মনে আতঙ্ক জেঁকে বসেছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার সঙ্গে দেশে বিদ্যুৎ ঘাটতি দূর করতে সরকারের পদক্ষেপ এতে আরো ঘি ঢেলেছে।
তবে লক্ষণীয় যে, ধারাবাহিকভাবে দাম বাড়ার তালিকার বেশির ভাগই জাঙ্ক শেয়ারের দখলে। ঋণ কেলেঙ্কারিতে ডুবে যাওয়া আর্থিক প্রতিষ্ঠান বিআইএফসির দর বেড়েছে সবচেয়ে বেশি ৮ দশমিক ২১ শতাংশ। আগের দিনও দর বেড়েছিল ৮ দশমিক ৯৬ শতাংশ। ধারাবাহিক লোকসানে থাকা কোম্পানিটিকে ২০১৭ সালে শেয়ারপ্রতি ৬৯ টাকা ৫৫ পয়সা লোকসান গুনতে হয়েছিল। এর পর আর কোনো তথ্য নেই ডিএসইর ওয়েবসাইটে।
এর পরেই সবচেয়ে বেশি দর বেড়েছে মিথুন নিটিংয়ের, দর বেড়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ। গত রবিবার দাম বাড়ার শীর্ষে, সোমবার তৃতীয় স্থানে ছিল জেড ক্যাটাগরির কোম্পানিটি। ধারাবাহিকভাবে দর বাড়লেও কোম্পানিটি উৎপাদনে নেই ২০১৭ সাল থেকে। স¤প্রতি নিলামে বিক্রি হয়ে গেছে এটি। আগের দিন ১৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হওয়া শেয়ারটির বর্তমান দর ১৯ টাকা ৫০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে লোকসানি আরামিট সিমেন্ট। ২০১৬ সালে ১২ শতাংশ নগদ প্রদানের পর বিনিয়োগকারীদের আর লভ্যাংশ দিতে পারেনি। চার বছর পর গত বছর শেয়ারপ্রতি ৬০ পয়সা আয় করলেও কোনো লভ্যাংশ দেয়নি। তবে চলতি অর্থবছরে বড় লোকসানে থাকলেও অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে। ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়ে সর্বশেষ ৩৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটি তৃতীয় প্রান্তিক পর্যন্ত ১০ টাকার শেয়ার প্রতি লোকসান দিয়েছে ৭ টাকা ৬২ টাকা।
চতুর্থ স্থানে থাকা এইচ আর টেক্সটাইল লিমিটেডের দর ৪ দশমিক ৫২ শতাংশ বেড়ে সর্বশেষ ১০৬ টাকা ২০ পয়সায় প্রতিটি শেয়ার হাতবদল হয়েছে। পঞ্চম স্থানে থাকা কেডিএস অ্যাক্সেসরিজের দর বেড়েছে ৪ দশমিক ০১ শতাংশ। ষষ্ঠ স্থানে থাকা সাভার রিফ্যাক্টরিজের লভ্যাংশ দেয়ার কোনো ইতিহাস নেই। এই কোম্পানির দর ৯ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছে ২৫৫ টাকা ৭০ পয়সা।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড ও আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
গতকালের লেনদেনে সবচেয়ে বেশি ৬ দশমিক ১০ পয়েন্ট সূচক কমেছে গ্রামীণফোনের কারণে। কোম্পানিটির দর কমেছে এক দশমিক ১১ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ৫ দশমিক ৭২ পয়েন্ট কমিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড। কোম্পানির দর কমেছে ১ দশমিক ৪২ শতাংশ। ওয়ালটন হাইটেকের দর ১ দশমিক ১৩ শতাংশ দর কমার কারণে সূচক কমেছে ৫ দশমিক ১৮ পয়েন্ট। এছাড়া রবি, বেক্সিমকো, আইসিবি, লাফার্জ হোলসিম, রেনাটা, তিতাস গ্যাস ও সামিট পাওয়ার দরপতনে সূচক কমেছে। সব মিলিয়ে এই ১০ কোম্পানি সূচক কমিয়েছে ৩১ দশমিক ৯৪ পয়েন্ট।
এদিকে সবচেয়ে বেশি ১ দশমিক ১৩ পয়েন্ট বাড়িয়েছে বার্জার পেইন্টস। কোম্পানিটির দর শূন্য দশমিক ৯৯ শতাংশ দর বেড়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের দর ৭ দশমিক ৮২ শতাংশ বাড়ায় সূচক বেড়েছে ১ দশমিক ০৩ পয়েন্ট। ইসলামী ব্যাংক সূচকে যোগ করেছে শূন্য দশমিক ৪৫ পয়েন্ট। কোম্পানির দর বেড়েছে শূন্য দশমিক ৬১ শতাংশ।
এছাড়া সিটি ব্যাংক, পদ্মা অয়েল, কেডিএস অ্যাক্সেসরিজ, স্কয়ার ফার্মা, ট্রাস্ট ব্যাংক, বেক্সিমকো ফার্মা ও এইচ আর টেক্সটাইল লিমিটেড সূচকে পয়েন্ট যোগ করেছে। সব মিলিয়ে এই ১০টি কোম্পানি সূচক বাড়িয়েছে ৪ দশমিক ৩০ পয়েন্ট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়