শিনজো আবের প্রতি বিএনপির শ্রদ্ধা

আগের সংবাদ

ভোট ঘিরে তৎপর কূটনীতিকরা

পরের সংবাদ

শ্রাবণ ধারার মত

প্রকাশিত: জুলাই ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

তুমি শ্রাবণ ধারার মত এলে
আমি কতটা পাল্টে যাই জানো?
কঠিন কঠোর হিয়া মাটি
দ্রবণ কাতর হই কতটা তা জানো?
যদি বলো ভালোবাসি শুধু-
ঝরবে শ্রাবণ কতটা অঝোর জানো?
যদি শুধু হাতটি গোপনে খোঁজ
নীরবে মাধুরি কতটা ঝরবে জানো?

যদি প্রসন্ন চোখে ইকটু তাকাও শুধু
ইতিবাচক ভাবে জীবনকে কত দেখব তা জানো?
যদি শুধু সংলগ্ন হও বৃক্ষে লতাটি যেমন
আমি কিভাবে কাঁপতে পারি থরথর জানো?
এখনো কিভাবে হৃদয় চিড়ে চিড়ে তোমাকে দেখাতে পারি
ময়ূর যেমন করে পালকে নিখুঁত হয় জানো?
কিভাবে সবুজ হয় পাটক্ষেত ঘনো ভূমি
যদি শ্রাবণ ঢলের মত শুধু লতাকস্তুরী হতে পারো
যদি শুধু কোনো রাতে আঙুল তুলে কালপুরুষ দেখাতে গিয়ে
ভূবনডাঙার মাঠে তুমি আমি হতে পারো

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়