শিনজো আবের প্রতি বিএনপির শ্রদ্ধা

আগের সংবাদ

ভোট ঘিরে তৎপর কূটনীতিকরা

পরের সংবাদ

মানুষের দুঃখ

প্রকাশিত: জুলাই ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

না মানা কে মেনে নিয়ে মানুষ হাসে একগাল-
অথচ কিছু না পাওয়ার দুঃখ থাকে মানুষের চিরকাল।
অভিমান গিলে ফেলে নীরবেই চোখ মুছে রাখা,
রোজ লোক দেখানো বিজ্ঞাপনে মানুষের ভালো থাকা।

অভিযোগে নিভে যায় আনন্দ বেদনায় বাড়ে শোক,
বেঁচে থাকা মানুষের জন্য মানুষ একা আর না হোক।
বিষণ্ন দুপুরে মানুষের বিরহে জ্বলে কাছের লোক।
বেঁচে থাকা মানুষের জন্য মানুষ আর একা না হোক।

না মানা কে মেনে নিয়ে মানুষ হাসে একগাল-
মানুষের দীর্ঘশ্বাসে বেড়ে যায় অসুখের দিনকাল।
না মানা কে মেনে নিয়ে মানুষ হাসে একগাল-
অথচ কিছু না পাওয়ার দুঃখ থাকে মানুষের চিরকাল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়