কক্সবাজারের সার্ভেয়ার শাহজালালে আটক, ২০ লাখ টাকা জব্দ

আগের সংবাদ

হাওরাঞ্চলে নেই ঈদের আবহ : বন্যায় নিঃস্ব মানুষের সামনে বাঁচার লড়াই , শত শত পরিবার এখনো ঘরে ফিরতে পারেনি

পরের সংবাদ

হুয়াওয়ে মেটবুক ডি১৪ ও ডি১৫

প্রকাশিত: জুলাই ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পাওয়ারফুল পারফমেন্স ও ক্রস-ডিভাইস সুবিধা দেয়ার লক্ষ্যে চীনা বহুজাতিক প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের নতুন কম্পিউটারে ১১তম জেনারেশনের ইনটেল কোর আই ফাইভ প্রসেসর ব্যবহার করছে। যা ডিভাইসগুলোকে আগের চেয়ে আরও স্মার্ট ও ব্যবহারবান্ধব করে তুলেছে। তরুণ ব্যবহারকারীদের জন্য অনলাইন শিক্ষা, রিমোট চাকরি এবং মাল্টিমিডিয়া বিনোদনের সকল চাহিদা পূরণে হুয়াওয়ে মেটবুক ডি সিরিজের ব্যানারে নতুন হুয়াওয়ে মেটবুক ডি১৪ এবং হুয়াওয়ে মেটবুক ডি১৫ বাজারে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং অন্যান্য অত্যাধুনিক ফিচার ছাড়াও হুয়াওয়ের নতুন মেটবুক ডি১৪ ও ডি১৫-এ সুপার ডিভাইস, ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন, ডুয়েল অ্যান্টেনার ওয়াইফাই ৬ এবং স্মার্টফোন রিভার্স চার্জিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। দেশের সকল হুয়াওয়ে স্টোর, হুয়াওয়ে এক্সপেরিয়েন্স স্টোর এবং অনুমোদিত ডিলার পয়েন্ট থেকে হুয়াওয়ে মেটবুক ডি১৪ এবং হুয়াওয়ে মেটবুক ডি১৫ কেনা যাবে ৭১,৯৯৯ টাকায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়