করোনার ভুয়া রিপোর্ট : সাবরিনা-আরিফসহ আটজনের মামলার রায় ১৯ জুলাই

আগের সংবাদ

মসলার বাজারে ঈদের আঁচ : খুচরা বাজারে দামের উল্লম্ফন, ডলার সংকট ও এলসি জটিলতার অজুহাত

পরের সংবাদ

এমন বর্ষা দেখতে চাইনি

প্রকাশিত: জুলাই ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

এমন বর্ষা আমি দেখতে চাইনি।
আমি বর্ষায় শাপলা ফুটতে দেখেছি
দেখেছি পদ্ম ফুল ফুটতে, শালুকের পাতার ’পরে বৃষ্টির ফোঁটা
আর অগণিত নাম না জানা জংলি ফুলের ফোটে ওঠা।
দেখেছি শুকনো মলিন প্রকৃতির সবুজ সতেজতা।
বৃষ্টির ফোঁটায় ফুটতে দেখেছি ফুল
ভাসতে দেখেছি নদীর কূল।
বৃষ্টি-বন্যা-জলাবদ্ধতা, ফসলের ক্ষতি অভাব দরিদ্রতা।
দেখিনি চেরাপুঞ্জির বৃষ্টি আর পাহাড়ি ঢলে ডুবে যেতে জেলার পর জেলা
আমি শুনতে চাইনি জলাবদ্ধ ক্ষুধার্ত মানুষের আহাজারি।
আমি বন্যা দেখেছি
এভাবে দিনের পর দিন বন্যার পানিকে স্থায়ী হতে দেখিনি।
জীবননাশী অবিরাম বৃষ্টির পানি।
টিনের চালে বৃষ্টির বহুমাত্রিক গান শুনেছি আমি
বাতাসের তোড়ে বৃষ্টিকে জ্যামিতিক ডিজাইনে এলোপাতাড়ি হতে দেখেছি।
দিনের পর দিন ছাতা উল্টে বইখাতাসহ ভিজেছি।
দেখেছি আইলা ঘূর্ণিঝড় নদীর ভাঙন গৃহহারা মানুষের আর্তচিৎকার
বন্যার পানিতে ভেসে থাকা শিশুর লাশ
বর্ষা, তুমি মনোহারিণী তুমিই সর্বনাশ।
এমন বর্ষা আমি দেখতে চাইনি
এমন বর্ষা আমি দেখতে চাই না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়