করোনার ভুয়া রিপোর্ট : সাবরিনা-আরিফসহ আটজনের মামলার রায় ১৯ জুলাই

আগের সংবাদ

মসলার বাজারে ঈদের আঁচ : খুচরা বাজারে দামের উল্লম্ফন, ডলার সংকট ও এলসি জটিলতার অজুহাত

পরের সংবাদ

অবিশ্রান্ত কান্নার ঢেউ…

প্রকাশিত: জুলাই ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বুকভাঙা পুরনো কবরের মতো
ভেঙে গেলো হাওরী বাঁধ
বাঁওড়ি বাতাস এসে
উড়িয়ে নিলো কৃষাণীর পুষ্পিত হাসি
বড় অসহায় আজ বন্যাপারের মানুষ
আমরা সবাই বানবাসী।

গোয়াইনঘাট থেকে সুনামগঞ্জ
আর সুরমার অববাহিকা থেকে মনুর শেষ পর্যন্ত
একহাত মাটি নেই কোথায় দাঁড়াবে মানুষ।
শুধু জল আর জল থৈ থৈ কান্নার রোল-
আকাশে বাতাশে, জলে কান পেতে শুনি ছোট্ট শিশুর চিৎকার,

ও আম্মাগো আমারে বাছাও
ও আব্বারেবা আমারে ফানিয়ে নিলোগো রেবা আমারে তুলো,
মা আর বাবা নির্বাক কিংকর্তব্যবিমূঢ়
কেবলই উপরের দিকে চেয়ে বিড়বিড় পাগলের প্রলাপ বকে আর আল্লারে কয় আমার ধনরে বাছাও ও আল্লা
ভগবানরে কয় ও ভগবান তুমি অন্তহীন দয়ার সাগর।

বানের জল!
মনে হয় যেনো আকাশের রুদ্ধ কপাট ভেঙে
ধেয়ে আসা সৌরস্রোতশ্বিনী প্রমত্তা উত্তাল,
বোনের শক্ত মুষ্টি খুলে ভাইকে ছোঁ মেরে উড়িয়ে নিলো ক্ষুধার্ত ঈগলের মতো! বোনের নির্লিপ্ত
চোখে লুহাওয়ার দিকভ্রান্ত আর্তনাদ,
সারিসারি লাশ, একখণ্ড শুকনো মাটিও নেই
কোথায় দাফন হবে কে জানে কখন!
শ্মশানে শ্মশানে শুনি বাঁধভাঙা ঢেউয়ের মিছিল!
নাড়ির বন্ধন খুলে ল²ীন্দরের মতো ভাসিয়ে দেয় মা তাঁর বুকের মানিক, হায়রে নিয়তি তুমি বড্ড নিষ্ঠুর।

সলিলে সমাধি আজ বৃহত্তর সিলেট
জলে জলে ছয়লাপ বিস্তীর্ণ সোনালি উদ্যান।

ক্রোশ ক্রোশ জলাশয় জুড়ে উঠে অবিশ্রান্ত কান্নার ঢেউ,
যে ঢলে প্লাবন এলো সে জল হিন্দু না মুসলিম কে জানে,
আমি শুধু জানি অগণন মানুষের আর্তনাদে থরথর কাঁপছে ঈশ্বরের বুক…

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়