মুম্বাইয়ে ভবনধসে নিহত ১৯

আগের সংবাদ

বানভাসিদের ঘুরে দাঁড়ানোর লড়াই

পরের সংবাদ

প্রাণিসম্পদমন্ত্রী : ষড়যন্ত্রকারীদের মুখে চপেটাঘাত করেছে পদ্মা সেতু

প্রকাশিত: জুন ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা ও আত্মবিশ্বাসের উজ্জ্বল উদাহরণ। বাঙালি জাতির সক্ষমতা ও গর্বের প্রতীক। একই সঙ্গে অবৈধ উপায়ে যারা পদ্মা সেতুসহ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল, নানা ষড়যন্ত্র করেছে তাদের মুখে চপেটাঘাত। তাদের অপচেষ্টাকে পেছনে ফেলে নির্মিত হওয়া পদ্মা সেতু অজস্র কাল ধরে বাঙালি জাতির অহংকার বহন করবে।
গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘পদ্মা সেতু : সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ড. মামুন আল মাহতাম স্বপ্নীলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিয়ার রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাসিম আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া প্রমুখ।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে যারা বাধা দিয়েছে, অসত্য প্রচার করেছে, সে ড. ইউনূসই হোক আর তার সাঙ্গপাঙ্গরাই হোক, সবাইকে বিচারের আওতায় আনার বিকল্প নেই। যদিও প্রধানমন্ত্রী বলেছেন, কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। সেটি প্রধানমন্ত্রী তার বিশাল হৃদয়ের মহানুভবতা থেকে বলেছেন। বাস্তবে কোনো অপরাধীদের পরিত্রাণ পাওয়ার সুযোগ নেই। মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। অথচ পাকিস্তানের প্রেতাত্মারা একটা ধন্যবাদও জানাল না। কারণ তাদের অভিধানে ধন্যবাদ শব্দই নেই।
সংস্কৃকি প্রতিমন্ত্রী বলেছেন, পদ্মা সেতু করে প্রধানমন্ত্রী যে সাহসিকতা দেখিয়েছেন, সেটি সবার কাছে প্রশংসিত হচ্ছে। অথচ যদি পদ্মা সেতু করা সম্ভব না হতো? তাহলে কী হতো।
নৌপ্রতিমন্ত্রী বলেছেন, একজন নেত্রী বলেছিল, পদ্মা সেতু জোড়াতালি দেয়া সেতু, কেউ যাতে না ওঠে। সেই নেত্রীর এক অনুসারী, ষড়যন্ত্রের অংশ হিসেবে পদ্মা সেতুর নাটবল্টু খুলেছে, যা ছিনতাইয়ের সমান। বোঝা যাচ্ছে ষড়যন্ত্র থেমে নেই। এগুলো প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়