টিপু হত্যা মামলা : মুসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আগের সংবাদ

ভিটাহীন সংসার, আকাশ মাথায় : বহু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পানির নিচে, সিলেট-সুনামগঞ্জে নতুন করে বাড়ছে পানি

পরের সংবাদ

সংসদে বস্ত্র ও পাটমন্ত্রী : বন্ধ রয়েছে সরকারি ৩০টি ও বেসরকারি ৫৫টি পাটকল

প্রকাশিত: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, দেশে বর্তমানে সরকারি-বেসরকারি খাতে মোট ২৫৩টি পাটকল রয়েছে। এর মধ্যে সরকারি ৩২টি ও বেসরকারি ২২১টি। এর মধ্যে সরকারি পাটকল বন্ধ রয়েছে ৩০টি আর বেসরকারি পাটকল বন্ধ রয়েছে ৫৫টি। সরকারি সিদ্ধান্তে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন বন্ধ ঘোষিত পাটকলগুলোর উৎপাদন কার্যক্রম লিজ বা ইজারা পদ্ধতিতে বেসরকারি ব্যবস্থাপনায় আবার চালু করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের বাজেট অধিবেশনের গতকালের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেনের (ঢাকা-৪) প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
বিশ্বের ১১২টি দেশে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করা হয় : ক্ষমতাসীন দলের আদিবা আনজুম মিতার এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, বিশ্বের ১১২টি দেশে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করা হয়।
তিনি আরো জানান, দেশের মধ্যে পাটপণ্য ব্যবহার নিশ্চিতে সরকার যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করায় পাটের মূল্য বাড়ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়