টিপু হত্যা মামলা : মুসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আগের সংবাদ

ভিটাহীন সংসার, আকাশ মাথায় : বহু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পানির নিচে, সিলেট-সুনামগঞ্জে নতুন করে বাড়ছে পানি

পরের সংবাদ

যুবলীগকর্মী শহীদুল হত্যার আসামি ইউসুফ গ্রেপ্তার

প্রকাশিত: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের রাউজানে যুবলীগকর্মী শহীদুল আলমকে (৩৫) গুলি করে হত্যার প্রায় সাত বছর পর অন্যতম আসামি ইউসুফকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি রাউজান-রাঙ্গামাটি সড়কের চারাবটতল এলাকায় শহীদুল আলমকে মুখোশধারী সন্ত্রাসীরা মাইক্রোবাসে করে এসে গুলি করে হত্যা করে। এ ঘটনায় রাউজান থানায় দায়ের করা মামলার প্রধান আসামি ও ঘটনার মূলহোতা আজিজ উদ্দিন ওরফে আজিজ্যা ওরফে ইমুকে গত ১১ জানুয়ারি গ্রেপ্তার করে র‌্যাব।
র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, যুবলীগকর্মী শহীদুলকে হত্যার পর ইউসুফ বিদেশ চলে গেলেও কিছুদিন আগে সে দেশে ফিরে আসে। শহীদুল হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়