টিপু হত্যা মামলা : মুসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আগের সংবাদ

ভিটাহীন সংসার, আকাশ মাথায় : বহু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পানির নিচে, সিলেট-সুনামগঞ্জে নতুন করে বাড়ছে পানি

পরের সংবাদ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চলচ্চিত্র পরিষদের আনন্দ র‌্যালি

প্রকাশিত: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর একান্ত চেষ্টায় বাংলাদেশের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটিরও বেশি ব্যয়ে নির্মিত হয়েছে এই সেতু। যা এই দেশের মানুষকে গর্বিত করেছে। সারাদেশের মানুষ তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দিত করছেন। সেই তালিকায় যোগ দিলেন চলচ্চিত্র কর্মীরাও।
গতকাল ২৭ জুন দুপুরে তারা আয়োজন করেছিল আনন্দ মিছিলের। আর এটি সমন্বয় করেছে চলচ্চিত্রের মোর্চা সংগঠন সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। দুপুর ১টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অবস্থিত প্রযোজক পরিবেশক সমিতির সামনে এই র‌্যালিটির শুরু হয়। এরপর এফডিসি প্রদক্ষিণ করে চলে যায় মূল সড়কে। প্রদক্ষিণ শেষে বক্তব্য রাখেন আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক চিত্রনায়ক আলমগীর। আরো ছিলেন পরিচালক নেতা সোহানুর রহমান সোহান, শাহীন সুমন, কাজী হায়াত, দেলোয়ার জাহান ঝন্টু, শিল্পী সমিতির নেতা রিয়াজ, ফেরদৌস, নিপুনসহ সংগঠনগুলোর নেতাকর্মীরা।
নায়ক আলমগীর বলেন, ‘পদ্মা সেতু আমাদের নিজেদের অর্থায়নের সেতু। এই সেতু আমাদের অহংকার। আর আমরা এই অহংকার অর্জন করেছি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তার কাছে আমাদের কৃতজ্ঞতা।’
নায়ক রিয়াজ তার বক্তব্যে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মজবুত নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। তার একটি নিদর্শন এই পদ্মা সেতু। যা আমাদের আবেগের, গর্বের অর্জন। আমরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই দেশি-বিদেশি ষড়যন্ত্র দমন করে নিজেদের অর্থায়নে এই সেতু উপহার দেয়ায়।’
শিল্পী সমিতির পক্ষে অভিনেত্রী নিপুন বলেন, ‘পদ্মা সেতুর নির্মাণ আমাদের দেশকে বিশ্ববাসীর কাছে অনেক মর্যাদার জায়গায় নিয়ে গেছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মজবুত নেতৃত্ব ও দৃঢ়চেতা মনোভাবের জন্য। আমাদের তিনি গর্বিত করেছেন।’
নায়ক ফেরদৌস বলেন, ‘পদ্মা সেতু আমাদের গর্ব, অহংকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই এই অর্জন আমাদের জন্য বয়ে আনায়। তার একান্ত ইচ্ছা ও প্রচেষ্টাতেই আমরা স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান দেখতে পাচ্ছি।’
এছাড়া বক্তব্য রাখেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, পরিচালক কাজী হায়াতসহ আরো অনেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়