টিপু হত্যা মামলা : মুসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আগের সংবাদ

ভিটাহীন সংসার, আকাশ মাথায় : বহু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পানির নিচে, সিলেট-সুনামগঞ্জে নতুন করে বাড়ছে পানি

পরের সংবাদ

ঢাবি শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির সুযোগ

প্রকাশিত: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, রেজিস্ট্রারের দপ্তর এবং ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরে ছয় মাস মেয়াদে খণ্ডকালীন চাকরিতে শতাধিক শিক্ষার্থীকে সুযোগ দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক ও এডুকেশনাল এবং কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহজাবীন হক স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, শিক্ষার্থীদের মাসিক এক হাজার টাকা সম্মানীতে জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য এই খণ্ডকালীন চাকরিতে নিয়োগ দেয়া হবে। এতে শিক্ষার্থীদের নির্দিষ্ট দপ্তরে মাসিক ৩০ ঘণ্টা কাজ করতে হবে। এলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ/ইনস্টিটিউট ও হলে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এতে বিভাগ/ইনস্টিটিউটের ছাত্র-উপদেষ্টাদের সহযোগিতায় বিভাগ থেকে মনোনীত একজন অসচ্ছল, মেধাবী ও নিয়মিত শিক্ষার্থীর দ্বারা সংযুক্ত ফরমটি পূরণ করে ছবি ও সুপারিশসহ টিএসসিতে অবস্থিত ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরে জমা দিতে বলা হয়েছে। শিক্ষার্থীরা আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিটি হল ও বিভাগ থেকে একজন করে মোট প্রায় ১০০ শিক্ষার্থীকে এই চাকরিতে সুযোগ দেয়া হবে।
এছাড়াও শুধু ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরে কাউন্সিলিং সেবা প্রদানের জন্য এডুকেশনাল এবং কাউন্সিলিং সাইকোলজি বিভাগের ¯œাতকোত্তরের ৩০ জন শিক্ষার্থীকে নিয়োগ দেয়া হবে।
চাকরিতে চূড়ান্ত নির্বাচনের জন্য আগামী ৫ জুলাই দুপুর ১২টায় টিএসসির দ্বিতীয় তলায় শহীদ মুনীর চৌধুরী সম্মেলন কক্ষে আবেদনকারী শিক্ষার্থীদের নির্বাচনী সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
উল্লেখ্য, যেসব ছাত্রছাত্রী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ করেছে, তারা আবেদন করতে পারবেন না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়