টিপু হত্যা মামলা : মুসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আগের সংবাদ

ভিটাহীন সংসার, আকাশ মাথায় : বহু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পানির নিচে, সিলেট-সুনামগঞ্জে নতুন করে বাড়ছে পানি

পরের সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় : সেকশন অফিসারদের প্রশিক্ষণ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসারদের দ্বিতীয় ব্যাচের আইসিটি দক্ষতা বৃদ্ধি ও প্রশাসনিক বিষয়ে প্রশিক্ষণের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল অনুষ্ঠিত হয়।
গাজীপুর ক্যাম্পাসে একাডেমিক ভবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তর আয়োজিত এই প্রশিক্ষণের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার।
তিনি বলেন, এই প্রশিক্ষণে অংশ নেয়ার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলবেন।
তিনি বলেন, এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান তারা কর্ম ও ব্যক্তি জীবনে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করতে পারবেন। এই প্রশিক্ষণে ৮২ জন সেকশন অফিসার অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য, আইসিটি দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, পরিবহণ দপ্তরের পরিচালক মেজবাহ্ উদ্দিন, অর্থ ও
হিসাব দপ্তরের পরিচালক মো. সাজেদুল হক, প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক আ. মালেক সরকার, আইসিটি দপ্তরের সহকারী সিস্টেম এনালিস্ট মো. হায়দার আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়