সেন্ট লুসিয়ায় ধীরে এগুগোচ্ছে উইন্ডিজ

আগের সংবাদ

বিধ্বস্ত শহরে ভূতুড়ে নিস্তব্ধতা : আদালতের নিয়মিত বিচারকাজ বন্ধ > অফিসপাড়া নিথর > বন্ধ হাসন রাজা মিউজিয়াম > পথে পথে ক্ষতচিহ্ন

পরের সংবাদ

মার্শাল আর্ট প্রতিযোগিতা বিজিবির অসাধারণ ক্রীড়া নৈপুণ্য

প্রকাশিত: জুন ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ভারতের জয়পুরে অনুষ্ঠিত আইএমএএস এশিয়ান কুমিতে (মার্শাল আর্ট) প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় দলের সদস্য হিসেবে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর খেলোয়াড়রা।
গত ১২ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতা বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় দল ৩টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ২টি তাম্রসহমোট ৯টি পদক পেয়ে দলগতভাবে রানার আপ হয়। এর মধ্যে বাংলাদেশ জাতীয় দলের সদস্য হিসেবে বিজিবির খেলোয়াড়রা ৬টি ওজন শ্রেণিতে অংশগ্রহণ করে।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ ভারতের জয়পুরে অনুষ্ঠিত আইএমএএস এশিয়ান কুমিতে (মার্শাল আর্ট) প্রতিযোগিতায় ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনকারী ও পদক বিজয়ী বিজিবির খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়