সেন্ট লুসিয়ায় ধীরে এগুগোচ্ছে উইন্ডিজ

আগের সংবাদ

বিধ্বস্ত শহরে ভূতুড়ে নিস্তব্ধতা : আদালতের নিয়মিত বিচারকাজ বন্ধ > অফিসপাড়া নিথর > বন্ধ হাসন রাজা মিউজিয়াম > পথে পথে ক্ষতচিহ্ন

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: জুন ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চিকিৎসকের যোগদান
কমলনগর (ল²ীপুর) প্রতিনিধি : কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ আট মাস পর শিশু বিশেষজ্ঞ ডাক্তার যোগদান করেছেন। গত ২১ জুন আনুষ্ঠানিকভাবে এ হাসপাতালে যোগ দেন জুনিয়র কনসালট্যান্ট (শিশু বিশেষজ্ঞ) ডা. জান্নাতুল ফেরদৌস। তিনি এর আগে একই পদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। আট মাস আগে এ হাসপাতালে কর্মরত শিশু বিশেষজ্ঞ ডা. নাছির উদ্দীনকে অন্যত্র বদলি করা হলে পদটি শূন্য হয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহের পাটোয়ারী বলেন, এ হাসপাতালে প্রতি মাসে গড়ে ২৫টির বেশি শিশু জন্ম নেয়। স্বাভাবিক প্রসব ছাড়াও এখানে সিজার অপারেশন হয়ে থাকে। ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, কর্তৃপক্ষ আমাকে এখানে বদলি করে পাঠিয়েছে। যথাসাধ্য চেষ্টা করব চিকিৎসাসেবার সর্বোচ্চটুকু দিতে।
কর্মপরিকল্পনা সভা
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সিভিএ কোর টিমের উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার। রহিমানপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রহিমানপুর সিডিএ কোর টিমের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির সহযোগিতায় সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নুর সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম প্রমুখ। এ সময় ইউপি সদস্য ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সিভিএ ওয়ার্কিং কমিটির সদস্য শাপলা আকতার। সভায় বয়স্ক ভাতা, ভিজিডি, কাবিখা, প্রতিবন্ধীদের জন্য ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদানবিষয়ক কর্মপরিক্লনা প্রণয়ন করা হয়।
প্রেস ক্লাবের আলোচনা
ইসলাপুর (জামালপুর) প্রতিনিধি : ইসলামপুর প্রেস ক্লাবের নির্বাচিত কমিটির বর্ষপূর্তি ও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে ইসলামপুর প্রেস ক্লাব হলরুমে আলোচনা সভায় প্রেস ক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক শিবু খট্টাচার্জ , ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সিনিয়র সহসভাপতি কুরবান আলী, সহসভাপতি রহিমা সুলতানা মুকুল, কোষাধ্যক্ষ রোকনুজ্জামান সবুজ, সদস্য ওসমান হারুনী, আব্দুল ছামাদ, লিয়াকত হোসেন লায়ন, কৃষিবিদ শফিকুর রহমান শিবলী প্রমুখ। ইসলামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন- সাহিত্য সম্পাদক অরুণ চন্দ ভাস্কর, দপ্তর সম্পাদক হোসেন রানা, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন ও হোসেন শাহ্ ফকির, সদস্য শহিদুল ইসলাম কাজল, সাহিদুর রহমান, মশিউর রহমান টুটুল প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়