স্বপ্নজয়ের পদ্মা সেতুর নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী

আগের সংবাদ

হাওর জনপদে স্বাস্থ্যসেবা ‘নেই’

পরের সংবাদ

বুয়েটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজি (আইএ টি)-এর সেমিনার কক্ষে গত ২২ জুন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিজনেস প্রমোশন কাউন্সিলের অর্থায়নে দিনব্যাপী ‘ডেভেলপমেন্ট অব কম্পিটেটিভ বিজনেস প্ল্যান উইথ মডার্ন টেকনোলজিস ইন দ্যা ইরা অব আইআর ৪.০ টু ইনহেনস প্রডাক্টিভিটি অব লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই.এ.টি এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ হাসান মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আই.এ.টি এর সহকারী অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন ভূঞাঁ।
এই কর্মশালায় প্রকৌশল শিল্পের সঙ্গে জড়িত ২৬ জন পেশাজীবী, উদ্যোক্তা, শিল্পমালিক, প্রযুক্তিবিদ ও ব্যবস্থাপক অংশগ্রহণ করেন। আই.এ.টি এর অভিজ্ঞ শিক্ষকরা কর্মশালায় প্রশিক্ষণ দেন।
পরে প্রশিক্ষাণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়