কে এঁকেছে আপন মনে রঙের ডিব্বা ঢেলে?
জলে ভাসা পদ্ম পাতা দিচ্ছে আকাশ মেলে।
এমন সে রং মর্মে গাথা যায় না রোদে পুড়ে,
হয় না মলিন- এপার ওপার থাকে পাতা জুড়ে।
রঙের আঁচড় যতœ কতো উদাস তুলি হাতে,
চেয়ে থেকে দেখার মতো কারুকাজ যে তাতে।
ঢাউস মাপের পদ্ম পাতায় কতো ছবি আঁকা,
জলের ওপর গড়াগড়ি-আদর দিয়ে মাখা।
রংবাহারি পদ্মপাতা হাত ইশারায় ডাকে,
চোখ সরে না রূপের যাদু মুগ্ধ করে রাখে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।