র‌্যাব মহাপরিচালক : নাশকতার তথ্য নেই তবুও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি

আগের সংবাদ

বাংলাদেশের গর্ব, বিশ্বের বিস্ময় : জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যেভাবে ডানা মেলল স্বপ্নের পদ্মা

পরের সংবাদ

জলে ভাসা পদ্ম পাতা

প্রকাশিত: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কে এঁকেছে আপন মনে রঙের ডিব্বা ঢেলে?
জলে ভাসা পদ্ম পাতা দিচ্ছে আকাশ মেলে।

এমন সে রং মর্মে গাথা যায় না রোদে পুড়ে,
হয় না মলিন- এপার ওপার থাকে পাতা জুড়ে।

রঙের আঁচড় যতœ কতো উদাস তুলি হাতে,
চেয়ে থেকে দেখার মতো কারুকাজ যে তাতে।

ঢাউস মাপের পদ্ম পাতায় কতো ছবি আঁকা,
জলের ওপর গড়াগড়ি-আদর দিয়ে মাখা।

রংবাহারি পদ্মপাতা হাত ইশারায় ডাকে,
চোখ সরে না রূপের যাদু মুগ্ধ করে রাখে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়