মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪

আগের সংবাদ

উদ্ধারের অপেক্ষা আর ত্রাণের আকুতি : পানিবন্দি লাখ লাখ মানুষ > ভেসে উঠছে বানভাসি মানুষের লাশ > এখনই সচল হচ্ছে না ওসমানী বিমানবন্দর

পরের সংবাদ

ঢাবিতে সাঁতার প্রতিযোগিতা : চ্যাম্পিয়ন জহুরুল হক ও সুফিয়া কামাল হল

প্রকাশিত: জুন ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের দুই দিনব্যাপী আন্তঃহল সাঁতার প্রতিযোগিতায় ছেলে ক্যাটাগরিতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও মেয়ে ক্যাটাগরিতে কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে আন্তঃহল ছাত্রছাত্রী সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২১-২২ এর জয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় (ছাত্র) যুগ্মভাবে রানারআপ হয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও কবি জসীম উদ্দীন হল এবং (ছাত্রী) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল রানারআপ হয়েছে। ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন বিজয় একাত্তর হলের এবাদুল ইসলাম এবং ছাত্রীদের মধ্যে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন কবি সুফিয়া কামাল হলের তামান্না জাহান। আন্তঃহল ওয়াটারপোলো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং রানারআপ হয়েছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল।
সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়